Wednesday, November 12, 2025

মানিক ভট্টাচার্য-ঘনিষ্ঠর টিচার্স ট্রেনিং সেন্টারে হানা দিল ইডি

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার মহিষবাথানে (Mahishbathan) মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) ঘনিষ্ঠজনের টিচার্স ট্রেনিং সেন্টারে (Teachers Training Centre) চিরুনি তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। এবার কি নিয়োগ-দুর্নীতির সঙ্গে টিচার্স ট্রেনিং সেন্টারের যোগ? প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ থাকায় চাবির জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তদন্তকারীদের। ওই অফিসের চাবি না মেলায় তালা ভাঙতে নিয়ে আসা হয় চাবিওয়ালাকে। এরপরই তালা ভেঙে শাটার খুলে ভেতরে নথিপত্রের খোঁজ শুরু করেন তদন্তকারী অফিসারেরা।

ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির সঙ্গে এই প্রশিক্ষণ কেন্দ্রের যোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে। সেই কারণেই অভিযান। এই অফিসে কি নিয়োগ সংক্রান্ত কোনও বিশেষ প্রশিক্ষণ চালানো হতো ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ইডির আধিকারিকদের মনে। বাড়ির মালিক জানিয়েছেন মাস পাঁচেক কোনও ভাড়া দেওয়া হয়নি এবং দু মাস ধরে তালা বন্ধ এই ট্রেনিং সেন্টার। মাসিক ৪৫ হাজার টাকা ভাড়ায় ৩৬ মাসের চুক্তি হয়েছিল। মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ এই ট্রেনিং সেন্টারে ঠিক কি করতেন আর তার সাথে বিয়োগ দুর্নীতি কতটা জড়িয়ে আছে সবটাই খতিয়ে দেখতে আপাতত ওই ট্রেনিং সেন্টারে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। ইতিমধ্যেই বেশ কিছু ছবি, চিঠি, খাম এবং ব্যাংকের কাগজপত্র উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা। ওই ট্রেনিং সেন্টারে একজন মহিলা আধিকারিকসহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ছয় জনের একটি বিশেষ দল আজ সকাল আটটা নাগাদ পৌঁছে যান। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...