Tuesday, May 6, 2025

গরু পাচার মামলায় ধৃত সায়গলকে হেফাজতে নিতে দিল্লির আদালতের দ্বারস্থ ইডি, সোমবার শুনানি

Date:

Share post:

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী (Security Personnel) সায়গল হোসেনকে (Saigal Hossain) নিজেদের হেফাজতে (Coustody) নিতে শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের (Delhi Rouse Avenue Court) দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আগামী সোমবার অর্থাৎ ১৭ অক্টোবর এই মামলার শুনানির দিন ধার্য করেছে দিল্লির ওই আদালত। এর আগে গরু পাচার মামলায় (Cow Smuggling Case) সায়গলকে নিয়ে ইডির আবেদন খারিজ করে দেয় আসানসোলের অবসরকালীন আদালত (Asansol Vacation Court) ও পরে কলকাতা হাইকোর্টেও (Kolkata High Court) ধাক্কা খান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এরপরই কোনও উপায় না পেয়ে অনুব্রতর দেহরক্ষীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ (Interrogation) করতে চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয় ইডি। বর্তমানে আসানসোলের সংশোধনাগারেই (Asansol Jail) রয়েছেন সায়গল।

প্রসঙ্গত, গরুপাচার মামলার তদন্তে নেমে কিছুদিন আগেই আসানসোলে সংশোধনাগারে গিয়ে সায়গলকে দীর্ঘক্ষণ জেরা করেন ইডির আধিকারিকরা। কিন্তু ইডি অভিযোগ জানায়, সায়গল তদন্তে সহযোগিতা করছে না। সেই কারণে, জেলবন্দী সায়গলকে গ্রেফতার করে ইডি এবং নিজেদের হেফাজতে নিতে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের অনুমান, গরু পাচার কাণ্ডে সায়গলকে জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে। কিন্তু আসানসোল সংশোধনাগারে জেরা করার সময় অনুব্রতর দেহরক্ষী তদন্তে সহযোগিতা করছিল না বলেই অভিযোগ এবং সেই কারণেই ইডি তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চায়। কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দেয় সঠিক প্রোডাকশন ওয়ারেন্ট (Production Warrant) না থাকলে অনুব্রতর দেহরক্ষীকে দিল্লিতে নিয়ে যেতে পারে না ইডি। এবিষয়ে দিল্লিতে পিএমপিএল আদালতই (Delhi PMPL Court) এই ওয়ারেন্ট দিতে পারে বলে জানায় হাইকোর্ট।

spot_img

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...