Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করল ভারত। রবিবার মেলবোর্নে পাকিস্তানকে হারাল ৪ উইকেটে রোহিত শর্মার দল। সৌজন্যে বিরাট কিং কোহলি। ৮২ রানে অপরাজিত তিনি।

২) বিরাট কোহলির হার না মানা ইনিংস দেখে আবেগে ভাসলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা নিজেও। ম‍্যাচ শেষে কোহলিকে কাঁধে তুলে নিলেন তিনি। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

৩) পাকিস্তানের বিরুদ্ধে হার না মানা ইনিংসই কেরিয়ারের সেরা। ম‍্যাচ শেষে সেরার পুরস্কার নিতে গিয়ে এমনটাই জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বিরাট বলেন,” এতদিন আমার কাছে সেরা ছিল মোহালিতে ৮২ রানের ইনিংসটা। কিন্তু এবার এই ইনিংসটাকে এগিয়ে রাখব।

৪) স্বামীর দুরন্ত ইনিংস দেখে আবেগে ভাসলেন অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা বিরাট ঘরনীর। এমনকি বিরাটের দুরন্ত ইনিংস দেখতে দেখতে ঘরের মধ‍্যেই নাচতে শুরু করেছিলেন অনুষ্কা।

৫) রবিবার পাকিস্তানকে ৪ উইকেটে হারায় রোহিত শর্মার দল। আর পাকিস্তানের বিরুদ্ধে এই অসাধারণ জয়ের জন্য ভারতকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ