Friday, January 2, 2026

বাগানে সৌরভ গঙ্গোপাধ্যায়, সম্ভাব্য এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদে মহারাজ

Date:

Share post:

মঙ্গলবার শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানে আসলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘুরে দেখলেন মোহনবাগান তাঁবু। এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়-এর হাতে মিষ্টির হাড়ি তুলে দেন ক্লাব সচিব দেবাশিস দত্ত। বাগান তাঁবুতে এসে ফুটবল প্রশাসনে আসার কথা জানালেন মহারাজ। ক্লাব তাঁবুতে বসে এটিকে মোহনবাগানের ডিরেক্টর হিসেবে যুক্ত হওয়ার ঘোষণা করেন তিনি।

এদিন ক্লাব এসে নব সজ্জিত ক্লাব তাঁবু দেখে হতবাক সৌরভ। তিনি বলেন, “ক্লাব খুব সুন্দর সাজানো হয়েছে। অনেকদিন আসিনি, এসে ভাল লাগলো। নতুন লাইট লাগানো হয়েছে। দেবাশিস দত্ত, বাবুন বলেছেন মাঠ এখন আন্তর্জাতিক মানের হয়ে গেছে। আমি একদিন অনুশীলন দেখতে আসব।”

সামনেই ডার্বি। ২৯ তারিখ মাঠে  যাওয়ার কথা বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ বলেন,”যখন দিয়ে এটিকে তখন দিয়ে আছি। এখন এটিকে মোহনবাগান হয়েছে। ২৯ তারিখ যাবো ডার্বি দেখতে। এর আগে কোভিডের জন্য আইএসএল গোয়ায় হয়েছে, এবার হোম-অ্যাওয়েতে খেলা হচ্ছে।”

এরপরই সৌরভ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয় রিমুভ এটিকে নিয়ে। যদিও এই প্রশ্ন ঠেলে দেন ক্লাব সচিব দেবাশিস দত্তের দিকে। সৌরভ বলেন,” এই বিষয়টি দেখবেন দেবাশিষ দত্ত, এই নিয়ে আমি কিছু বলবেন না। ” তবে এটিকে মোহনবাগানের বোর্ডে যে আসতে চলেছেন তার ইঙ্গিত দেন সৌরভ নিজেই। মহারাজ বলেন,” যখন থেকে আইএসএল শুরু হয় আমি এটিকে-তে ছিলাম। এখন মার্জ হয়েছে মোহনবাগানের সঙ্গে। এবার ফের ফিরতে পেরে ভালো লাগছে।”

এদিন মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ক্লাব সচিব দেবাশিস দত্তর সঙ্গে বৈঠক করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরে জানানো হয় বৈঠকের পর তিনি সাংবাদিক বৈঠক করবেন।বৈঠক শেষে ক্লাব সচিব জানিয়ে দেন আগামী সপ্তাহে এটিকে মোহনবাগানের ডিরেক্টর হিসেবে যোগ দিচ্ছেন মহারাজ।

আরও পড়ুন:নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে দীর্ঘক্ষণ নেটে গা ঘামালেন বিরাট

 

 

 

spot_img

Related articles

পোশাক বিধি মেনেই নতুন বছরের শুরুতে মহাকাল মন্দিরে পর্যটকদের ঢল

পাহাড়ের ঐতিহ্যবাহী মহাকাল মন্দিরে ঢুকতে হলে মানতে হবে নির্দিষ্ট পোশাক বিধি বা 'ড্রেস কোড'। মন্দির কমিটির এই কড়া...

বিজেপি নেতার পর ধর্মগুরু, মুস্তাফিজুর ইস্যুতে ফের রুচিহীন আক্রমণ শাহরুখকে

আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কেকেআর(KKR)।  কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে।...

কেন ব়্যাম্প? ৩ ‘ভূত’কে হাঁটিয়ে কমিশনকে তীব্র কটাক্ষ অভিষেকের

ব্রিগেডের আদলে ব়্যাম্প করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)...

ছ’ বছরের বিরতি ভেঙে উইন্ডোজের ছবিতে বড়পর্দায় কামব্যাক অর্জুনের

এক সময়ে বাংলাতে অনেক হিট ছবি দিলেও দীর্ঘ সময় ধরে রুপোলি পর্দা থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে সেই...