Thursday, May 15, 2025

‘অপারেশন লোটাস’ এবার তেলেঙ্গানায়! ২৫০ কোটিতে ৪ টিআরএস বিধায়ক কেনার চেষ্টা বিজেপির

Date:

Share post:

কর্ণাটক ছাড়া দক্ষিণের কোন রাজ্যেই দাঁত ফটাতে পারেনি বিজেপি(BJP)। তাতে অবশ্য পরোয়া নেই, চেনা অঙ্কে টাকার জোরে এবার তেলেঙ্গানায়(Telengana) সরকার ফেলার ছক করল গেরুয়া শিবির। মোটা অংকের টাকায় টিআরএস এর চার বিধায়ককে(MLA) দলবদলের প্রস্তাব দেওয়া হলো বিজেপির তরফে। এই ঘটনায় বিজেপি ঘনিষ্ঠ দুই ধর্মগুরু ও এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা পুলিশ(Police)।

মাত্র কয়েক মাসের মধ্যেই মহারাষ্ট্র, দিল্লি, পাঞ্জাবে ঘোড়া কেনাবেচার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এবার অভিযোগ তেলেঙ্গানার চার বিজেপি বিধায়ককে কেনার জন্য মোট আড়াইশো কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল বিজেপির তরফে। বিধায়ক পিছু ৫০ কোটি টাকা এবং তাঁদের নেতাকে ১০০ কোটি টাকা দেওয়ার টোপ দিয়েছিল বিজেপি। সেই সঙ্গে দেওয়া হয়েছিল লোভনীয় পদের টোপও। অবশ্য বিজেপির সেই প্রস্তাবে পা দেননি টিআরএস বিধায়করা। বরং পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। এরপরই তৎপর হয় তেলেঙ্গানা পুলিশ।

পুলিশের অভিযোগ, টিআরএসের চার বিধায়ক কেনার লক্ষ্যে তিন ব্যক্তিকে হায়দরাবাদে পাঠিয়েছিল বিজেপি। হরিয়ানার এক মন্দিরের পুরোহিত রামচন্দ্র ভারতী, তিরুপতির ধর্মগুরু ডি শিমায়াজি এবং নন্দকুমার নামের এক ব্যবসায়ী টিআরএস বিধায়কদের দলবদলের প্রস্তাব দিতে হায়দরাবাদের একটি খামার বাড়িতে গিয়েছিল। টিআরএসের এক বিধায়কের ফার্ম হাউসেই ‘ডিল ফাইনাল’ হওয়ার কথা ছিল। কিন্তু সেই বিধায়কই নাকি পুলিশকে খবর দিয়ে সব পরিকল্পনা ফাঁস করে দেন। অভিযুক্ত তিন ব্যক্তিকেই গ্রেপ্তার করেছে পুলিশ। যে বিধায়কদের দলবদলের প্রস্তাব দেওয়া হয়েছিল, তাঁদের নিয়ে যাওয়া হয়েছে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বাড়িতে। যদিও বিজেপি সব অভিযোগ অস্বীকার করেছে। পুরো ঘটনাই সাজানো বলে দাবি তাদের।

spot_img

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...