Monday, August 25, 2025

ফের কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন মহামেডান

Date:

Share post:

ফের কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব। এক ম্যাচ বাকি থাকতেই কলকাতা লিগে ফের চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং। ১৯৪০ এবং ১৯৪১ সালে পরপর দু’বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ৮১ বছর পর ফের সেই কীর্তি গড়ল সাদা-কালো ব্রিগেড।

রবিবার লিগের সুপার সিক্স রাউন্ডে দ্বিতীয় স্থানে থাকা ভবানীপুর পয়েন্ট নষ্ট করতেই লিগের চ্যাম্পিয়ন দল নির্ধারিত হয়ে যায়। ভবানীপুর-এরিয়ান ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকে। ফলে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়েই লিগ খেতাব নিশ্চিত করে ফেলে মহামেডান। তবে সাদা-কালো শিবির উৎসব তুলে রাখল মিনি ডার্বির জন্য। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলকে হারিয়েই লিগ জয়ের সেলিব্রেশন করতে চায় সাদা-কালো ব্রিগেড। কিন্তু এবারের লিগ চ্যাম্পিয়ন নির্ধারণের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছেই। লিগে মোহনবাগান না খেলায় মাত্র চারটি ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন নির্ধারিত হচ্ছে। এমন হাস্যকর ঘরোয়া লিগ দেখেনি ময়দান।

সাদা-কালো জার্সিতে ’৮১-র কলকাতা লিগ জয়ী দলের সদস্য মানস ভট্টাচার্য বললেন, ‘‘মহামেডান পরপর দু’বার লিগ চ্যাম্পিয়ন হল। তার জন্য আমার পুরনো ক্লাবকে অভিনন্দন। লিগটা এবার এভাবে শেষ হল বলে মহামেডানের কৃতিত্বকে আমি খাটো করতে পারি না। ওরা ধারাবাহিকভাবে ভাল খেলে আসছে। ভাল দল গড়েছে। দুই প্রধানকেও হারানোর ক্ষমতা রাখে মহামেডান। কিন্তু আইএফএ এবার যেভাবে লিগ চ্যাম্পিয়ন নির্ধারণ করল, সেটা পাড়ার খেলাতেও হয় না। চারটে ম্যাচ খেলে লিগ শেষ! ভাবা যায়! আইএফএ-র উচিত, সামনের বছর ম্যাচের সংখ্যা বাড়ানো। মোহনবাগান যেন খেলে সেটাও নিশ্চিত করতে হবে।’’

ফুটবলার হিসেবে মহামেডানের জার্সি গায়ে কখনও কলকাতা লিগ জেতেননি দীপেন্দু বিশ্বাস। কিন্তু ক্লাবের ফুটবল সচিব তথা ম্যানেজার হিসেবে পরপর দু’বার লিগ জয়ের কীর্তি গড়ে দীপেন্দু বললেন, ‘‘এটা আমার কেরিয়ারের অন্যতম সেরা সাফল্য হয়ে থাকল। পরপর দু’বার কলকাতা লিগ জয় আই লিগের আগে দলের মনোবল অনেক বাড়িয়ে দেবে।’’ ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানিয়েছেন কোচ আন্দ্রে চেরনিশভ।

আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির বিরাটের

 

 

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...