Wednesday, August 27, 2025

আদালতে স্ত্রী, কন্যার সামনে সুবিরেশের চোখে জল

Date:

Share post:

সিবিআই-এর(CBI) অভিযোগ নিয়োগ দুর্নীতিতে অন্যতম বড়মাথা সুবিরেশ ভট্টাচার্য(Subiresh Bhattacharya)। যথেষ্ট প্রভাবশালী তিনি। আদালত কক্ষে সেই প্রভাবশালী বিধ্বস্ত সুবিরেশকে দেখা গেল চোখের জল ফেলতে। সোমবার এসএসসির(SSC) প্রাক্তন চেয়ারম্যান সুবিরেশকে হাজির করানো হয়েছিল আদালতে(Court)। সেখানে উপস্থিত ছিলেন স্ত্রী, পুত্র, কন্যা। ভিড়ের আড়ালে স্বজনবেষ্টিত হয়ে চোখের জল ফেলতে দেখা গেল এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে। দেখা গেল রুমাল দিয়ে চোখ মুছছেন তিনি।

এদিন আদালতের পিছনের দিকে স্ত্রী ছেলে এবং মেয়ের সঙ্গে বসেছিলেন সুবীরেশ। শুনানি তখন শেষের পথে। হঠাৎ দেখা যায় স্বজন স্বজনবেষ্টিত হয়ে কাঁদছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। ক্রন্দনরত সুবীরশকে বোঝাতে দেখা যায় স্ত্রী এবং ছেলেকে। মেয়েও এসে পিছন থেকে জড়িয়ে ধরেন বাবাকে। যদিও তার পরও চোখ মোছা বন্ধ হয়নি সুবীরেশের। আদালতে সুবীরেশতো বটেই তাঁর পরিবারের সদস্যদের কার্যত বিধ্বস্ত দেখায়।

উল্লেখ্য, সিবিআইয়ের তরফে স্পষ্ট অভিযোগ করা হয়েছে নিয়োগ দুর্নীতিতে সুবীরেশের আমলেই সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে। অন্য দিকে, সুবীরেশের বক্তব্য ছিল তিনি কোনও দুর্নীতিতে জড়িত ছিলেন না। তাঁর আমলে একটি নিয়োগেও দুর্নীতি হয়নি। পদ্ধতিগত কিছু ত্রুটি থাকতে পারে। তবে ওটুকুই। অবশ্য সুবীরেশের এই বক্তব্য ধোপে টেকেনি। প্রসঙ্গত, সুবীরেশ এসএসসির চেয়ারম্যান ছিলেন ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত। এসএসসি দুর্নীতি সংক্রান্ত কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন তদন্ত কমিটির রিপোর্টেও ওই সময়েই শিক্ষা নিয়োগে দুর্নীতির কথা বলা হয়েছে।

spot_img

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...