Saturday, November 15, 2025

নিশীথের কনভয় থেকেই ‘হামলা’! সিসিটিভি ফুটেজ প্রকাশ তৃণমূলের  

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে ‘হামলা’র অভিযোগ ঘিরে সরগরম কোচবিহারের রাজনীতি। বৃহস্পতিবার দিন ভর এ নিয়ে তরজা চলেছে তৃণমূল এবং বিজেপি দু’পক্ষের। সন্ধ্যায় ওই ঘটনার সিসিটিভি ফুটেজ বলে দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছে তৃণমূল। পাশাপাশি, ওই ঘটনার জন্য সরাসরি দায়ী করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকেই। ওই ঘটনা নিয়ে প্রশাসনের ঘাড়ে পাল্টা দোষ চপিয়েছেন নিশীথও।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নিশীথ প্রামাণিকের কনভয় থেকেই ঝান্ডা নিয়ে তৃণমূলের ওপর হামলা চলেছে। সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবি করলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। যে সিসিটিভি ফুটেজ তৃণমূলের তরফে দেখানো হয়েছে তাতে বিজেপির ঝান্ডা নিয়ে কিছু বাইক ভাঙতে দেখা যাচ্ছে। ওই সিসিটিভি ফুটেজে বিজেপির বেশ কিছু নেতা ও নেত্রীকে দেখা গেছে, যাঁরা বাঁশ লাঠি হাতে আক্রমণ করেছেন।

এই সিসিটিভি ফুটেজ সামনে আসতেই অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। নিশীথ প্রামাণিকের কনভয়ে যাঁরা কালো পতাকা দেখতে জড়ো হয়েছিলেন, তাঁদের ওপরেই কনভয়ে থাকা নেতা নেত্রীরা বেড়িয়ে এসে হামলা চালিয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি অভিযোগ করেন, নিশীথ প্রামাণিক হঠাৎ করেই এই কর্মসূচি নিয়ে পরিকল্পিত ভাবেই এই কাজ করেছেন। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গিয়ে এমন কাজ করার অধিকার কি নিশীথ প্রামাণিককে দিয়েছে দেশের সংবিধান? এই প্রশ্ন তুলেছেন তৃণমূলের জেলা সভাপতি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ নাগাদ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের কনভয় যাওয়ার সময় কয়েক জন কালো পতাকা দেখান সিতাইয়ের শিঙিমারি আমতলায়। পুলিশের দাবি, এই ঘটনার পর যাঁরা কালো পতাকা দেখিয়েছেন তাঁদের সঙ্গে নিশীথের কনভয়ের পিছনে থাকা মোটরবাইক আরোহী বিজেপিকর্মীদের ধস্তাধস্তি হয়। তার জেরে জয়দীপ মণ্ডল এবং প্রতাপ বর্মণ নামে দুই বিক্ষোভকারী অল্প আঘাত পান। এর অব্যবহিত পরেই একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয় তৃণমূলের তরফে। যা ওই ঘটনার সময়কার বলে দাবি করেছে জোড়াফুল শিবির।

কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, নিশীথের কনভয়ে কোনও হামলা হয়নি। তাঁর মতে, ‘‘কিছু মানুষ জমায়েত হয়ে কালো পতাকা দেখিয়েছিলেন। কয়েক জন বিজেপি কর্মী কনভয়ের পিছনে বাইক নিয়ে যাচ্ছিল। যাঁরা কালো পতাকা দেখিয়েছিলেন তাঁদের হাত থেকে পতাকা ছিনিয়ে নেন বিজেপি কর্মীরা এবং বেশ কয়েকটি বাইকে ভাঙচুর চালাযন। এই ঘটনায় দুইজন গ্রামবাসী আহত হয়েছে।’

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...