Saturday, August 23, 2025

Dengue update: ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার ! ভাঙল পাঁচ বছরের রেকর্ড

Date:

Share post:

রাজ্যে ক্রমাগত ভয়াল আকার নিচ্ছে ডেঙ্গি (Dengue)। ফের কলকাতায় মৃত্যু। বেলেঘাটা আই ডি হাসপাতালের (Beleghata ID Hospital)অ্যাসিট্যান্ট সুপারের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত অনির্বাণ হাজরা (Anirban Hazra)হাওড়ার বাসিন্দা ছিলেন বলে জানা যাচ্ছে। গত এক সপ্তাহেই রাজ্যে ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়েছেন ৫৩৯৬ জন৷ এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গি সংক্রমণের হারও উদ্বেগজনক ভাবে বেড়ে দাঁড়িয়েছে ১২.৭ শতাংশ ৷ সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas),কলকাতাতেও (Kolkata) লাফিয়ে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan) সূত্রে খবর, রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার পেরিয়েছে। অপরদিকে, ডেঙ্গিতে মৃতের (Death) সংখ্যা ৭০ ছাড়িয়েছে। গত সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী, ওই সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজার ৩৯৬। রেকর্ড বলছে ২০১৭ সাল থেকে ২০২২ সালের মধ্যে সাপ্তাহিক আক্রান্তের দিকে সর্বাধিক গত সপ্তাহের আক্রান্তের সংখ্যা। সব মিলিয়ে ভয়াবহ চেহারা নিয়েছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ৷

সব থেকে খারাপ উত্তর চব্বিশ পরগণায়৷ সেখানে গত এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১১৬৬ জন৷ এর পরেই রয়েছে মুর্শিদাবাদ৷ সেখানে শেষ এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৮৬৪ জন৷ তৃতীয় স্থানে রয়েছে কলকাতা ৷ গত এক সপ্তাহে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬৮১ জন ৷ এই মুহূর্তে পজিভিটি রেটের শীর্ষে রয়েছে কলকাতা (Kolkata) ২৪.০৮ % । দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, ২৪.০৫% । হুগলিতে ২০.৮ %, কালিম্পং ১৯.০৫ %। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মুর্শিদাবাদ, নদিয়া, বসিরহাট, ডায়মন্ড হারবার, আলিপুরদুয়ার এবং পূর্ব মেদিনীপুর জেলায় ডেঙ্গি সংক্রমণের হার দ্রুত বাড়ছে ৷

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...