১০০ দিনের কাজের বকেয়া বরাদ্দ দ্রুত মিটিয়ে দেওয়া হবে: রাজ্যকে আশ্বাস গিরিরাজের

0
3

মুখ্যমন্ত্রীর বারবার আবেদন, রাজ্য সরকারের (State Government) তরফে চিঠি। অবশেষে একশো দিনের কাজের প্রকল্পে বকেয়া বরাদ্দ দ্রুত মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্যকে আশ্বাস দিল কেন্দ্র। সোমবার, রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Majumder) দিল্লিতে একশো দিন ও আবাস যোজনার বকেয়া কেন্দ্রীয় বরাদ্দ-সহ গ্রামোন্নয়ন সংক্রান্ত নানা ইস্যুতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের (Giriraj Singh) সঙ্গে বৈঠক করেন। পরে তিনি জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বকেয়া অর্থ দ্রুত মেটানোর বিষয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন বলে জানান প্রদীপ। রাজ্যের পঞ্চায়েত দফতর সূত্রে খবর, গত প্রায় ১০ মাস ১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না কেন্দ্র (Centre)। এই খাতে রাজ্যের বকেয়া প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা।

রাজ্যের পঞ্চায়েত দফতর সূত্রে খবর, পঞ্চায়েত স্তরে টাকা খরচের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে ‘অস্পষ্টতা’ আছে বলে জানায় কেন্দ্রীয় সরকার। সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে রাজ্যের পঞ্চায়েত দফতরের কাছে বেশ কিছু নথি চেয়ে পাঠানো হয়। রাজ্য প্রশাসনের এক আধিকারিক জানিয়েছিলেন, সমস্ত নথি কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়েছে। সোমবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী জানান, যে যে বিষয়ে কেন্দ্রীয় সরকারের প্রশ্ন বা ধন্দ ছিল, সেগুলির সব ক’টিরই নিরসন করা হয়েছে। রাজ্যের তরফে পাঠানো নথি দেখে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী পুরো বিষয়টি বুঝতে পেরেছেন বলে দাবি করেন প্রদীপ। “আশা করি, খুব দ্রুত সব কিছু মিটে যাবে।”

আরও পড়ুন- টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর! আজ রাতেই বেরোতে পারে ২০১৭-এর ফলাফল