সোমবার ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন। রবিবার মধ্যরাত থেকেই তৃণমূলের নেতা-কর্মী, সমর্থকরা তাঁদের প্রিয় নেতাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছিলেন। বিকেলে কালীঘাটে রাস্তায় নেমে জড়ো হওয়া কর্মী-সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেটান সেলফির আবদার।

What a humbling experience it is to receive so much love and affection.
I thank everyone for their wishes and blessings.
It reminds me of the immense responsibility I have to the people.
It is my promise that I shall dedicate every waking moment in your service. https://t.co/15a5Z0p63c
— Abhishek Banerjee (@abhishekaitc) November 7, 2022
এরপর নিজের টুইটার হ্যান্ডেলে অভিষেক লেখেন,
“এত ভালবাসা আর আন্তরিকতায় এক বিনম্র অভিজ্ঞতা হল। সবাইকে তাঁদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানানোর জন্য ধন্যবাদ। এইসব আমাকে মানুষের প্রতি আমার বিশাল দায়িত্ববোধের কথা মনে করিয়ে দেয়।
আমি যতক্ষণ সজাগ থাকব তার প্রতিটি মুহূর্ত আপনাদের সেবা করব- এটাই আমার অঙ্গীকার।”

আরও পড়ুন- Aindrila Sharma: শরীরে নতুন করে সংক্রমণ, সি প্যাপ ভেন্টিলেশনে ঐন্দ্রিলা শর্মা
