Tuesday, August 26, 2025

মিজোরামের খাদানে ধসে বাংলার ৫ শ্রমিকের মৃ*ত্যুর ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মিজোরামের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হয়েছে ১২ জনের। এরমধ্যে পাঁচজন শ্রমিকই বাংলার। এই ঘটনায় শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁদের দেহ রাজ্যে ফিরিয়ে আনার জন্য মিজোরাম সরকারের সঙ্গে প্রশাসনের তরফে কথাও বলা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

আরও পড়ুন:ঝাড়গ্রাম সফরে মমতা, মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত জঙ্গলমহল

এদিন রাতে টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ‘মিজোরামের পাথর খাদানে চাপা পড়ে ১২ জনের মৃত্যু হয়েছে, এরমধ্যে পাঁচজনই পশ্চিমবঙ্গের। আমি মৃতদের পরিবারের উদ্দেশে গভীর শোকপ্রকাশ করছি। রাজ্যের পাঁচজনের দেহ যাতে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনা হয়, আমি সেইজন্য মিজোরাম সরকারের সঙ্গেও কথা বলব। পরিবারের পাশে যে কোনও পরিস্থিতিতে প্রশাসন থাকবে।’


জানা গেছে, এই পাঁচজনের মধ্যে চারজনই নদিয়ার বাসিন্দা। মৃতদের মধ্যে রয়েছেন নদিয়ার তেহট্টের তিন যুবক। তাঁদের নাম বুদ্ধদেব বিশ্বাস (২৪), মিন্টু বিশ্বাস‌ (২২) ও রাকেশ বিশ্বাস (২০)। এই তিনজনই তেহট্টের কালিতলা পাড়া এলাকার বাসিন্দা। অপরজনের বাড়ি চাপড়ায়। আর পঞ্চম ব্যক্তি উত্তর ২৪ পরগনার বাসিন্দা। জানা গিয়েছে, গত মঙ্গলবার তাঁরা বাড়ি থেকে কাজের জন্য মিজোরাম রওনা হন। একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করতেন তাঁরা।
প্রসঙ্গত, সোমবার মিজোরামের একটি পাথরের খাদানে ধস নামার ঘটনায় নিহত হন ১২ জন শ্রমিক। মঙ্গলবার পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে মৃতদেহগুলি বের করে উদ্ধারকারী দল। জানা যায় মৃতদের ৫ জন বাংলার শ্রমিক।

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...