Saturday, January 10, 2026

সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার মামলায় স্থগিতাদেশ জারি কেরল হাইকোর্টের

Date:

Share post:

অনুষ্ঠানে আসার প্রতিশ্রুতি দিয়ে অগ্রিম পারিশ্রমিক নিয়েও আসেননি সানি লিওন(Sunny Leon)। এই ঘটনায় অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া প্রতারণা মামলায় বুধবার স্থগিতাদেশ জারি করল কেরল হাইকোর্ট(Kerala Highcourt)। মামলা খারিজের জন্য আবেদন জানানো হয়েছিল অভিনেত্রীর তরফ থেকে। বুধবার এই মামলায় স্থগিতাদেশ দেন বিচারপতি জিয়াদ রহমান। পরবর্তী শুনানি পর্যন্ত অভিনেত্রীর বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়ে দেন বিচারপতি।

ঘটনার সূত্রপাত কয়েক মাস আগেই। কেরলের একটি অনুষ্ঠানের ব্যবস্থাপক সানি লিওন (করণজিৎ কউর), তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং অফিসের এক কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ একটি অনুষ্ঠানে নাচের প্রতিশ্রুতি দিয়ে মোটা টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু অনুষ্ঠানের দিন বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাঁকে। এর পরই সানির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০ এবং ৩৪ ধারায় মামলা দায়ের হয় থানায়।

অভিনেত্রী জানিয়েছেন, জুলাই মাসে এই ঘটনায় দেওয়ানি মামলা দায়ের করেছিলেন ব্যবস্থাপক সংস্থা। কিন্তু ম্যাজিস্ট্রেট আদালত থেকে এই মামলা খারিজ করে দেওয়া হয়। আদালত জানায়, উপযুক্ত প্রমাণের অভাবে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।

এরপর সংস্থার তরফ থেকে হাইকোর্টে আবেদন জানানো হয়। সেখানে মামলা খারিজের আবেদন জানিয়ে সানি দাবি করেন তিনি নির্দোষ। তিনি জানান কোনো ভুল বোঝাবুঝির কারণে এটি ঘটে থাকতে পারে। মামলার ফলে অভিযোগকারীদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু এর ফলে ইন্ডাস্ট্রিতে তাঁর ভাবমূর্তি খারাপ হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তাই দ্রুত মামলা খারিজ করা হোক।

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...