Monday, January 12, 2026

‘মেসিকে বলে এসেছি, ওকে হারিয়েই চ্যাম্পিয়ন হব’, সাক্ষাৎকারে বললেন নেইমার

Date:

Share post:

সামনেই কাতার ফুটবল বিশ্বকাপ। মহারণে মেতে উঠেছে ফুটবল বিশ্ব। ইতিমধ্যে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দেশ। প্রস্তুতিতে ব‍্যস্ত পাঁচবারের বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন ব্রাজিলও। ছন্দে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারও। আগের দুটো আসরে হতাশ করেছিলেন। তবে কাতার বিশ্বকাপের আগে দারুণ মেজাজে রয়েছেন নেইমার দ্য সিলভা। এক সাক্ষাৎকারে যেমন বলেই দিলেন, ” লিওনেল মেসিকে বলে এসেছি, ওকে হারিয়েই চ্যাম্পিয়ন হব। তবে কথাটা মজা করেই বলেছি। ক্লাবের প্র্যাকটিসে আমাদের মধ্যে বিশ্বকাপ নিয়ে খুব একটা কথা হয় না। তবে মাঝেমধ্যে আমরা একে অন্যের সঙ্গে মজা করি। তেমনই একটা মুহূর্তে আমি ওকে বলেছি, ফাইনালে দেখা হচ্ছে। তবে কাপ জিতবে ব্রাজিল-ই।” আরেক তারকা সতীর্থ কিলিয়ান এমবাপে সম্পর্কে নেইমারের বক্তব্য, ‘‘লিও এবং কিলিয়ান দু’জনেই গ্রেট। ওদের পাশে খেলার মজাটাই আলাদা।”

তবে এবারের বিশ্বকাপ যে তিনি জেতার জন্য মুখিয়ে রয়েছেন, তা গোপন করেননি নেইমার। ব্রাজিলীয় তারকার বক্তব্য, “বিশ্বকাপ জেতা আমার সবথেকে বড় স্বপ্ন। যেদিন থেকে ফুটবল বুঝতে শিখেছি, সেদিন থেকেই স্বপ্নটা দেখছি। ছোটবেলার এই স্বপ্ন পূরণ করার আরও একটা সুযোগ পাচ্ছি। আশা করি, সফল হব।”

এদিকে, তুরিনে জোরকদমে চলছে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি। নেইমারও অনুশীলনে টেক্কা দিচ্ছেন বাকিদের। কোচ তিতে অনুশীলনে ফুটবলারদের স্কিলের পরীক্ষা নেওয়ার জন্য এক অভিনব পন্থ বেছেছিলেন। ড্রোনের সাহায্যে প্রায় তিরিশ ফুট উঁচু থেকে বল ফেলা হচ্ছিল মাঠে। সেই বল নিয়ন্ত্রণ করতে হবে ফুটবলারদের। যা অনায়াসে করে দেখালেন নেইমার। পরে ৩৫ ফুট উঁচু থেকে ফেলা বলও অনায়াসে রিসিভ করে সতীর্থদের প্রশংসা আদায় করে নিলেন। তবে মার্কুইনোসের চোট চিন্তায় রাখছে তিতেকে। ব্রাজিলীয় ডিফেন্ডারের মাংশপেশিতে চোট রয়েছে। যার জন্য এখনও পর্যন্ত প্র্যাকটিস শুরু করতে পারেননি মার্কুইনোস।

আরও পড়ুন:মেসির কাছে বিশ্বকাপ জয়ের আবদার মারাদোনার কন‍্যার

 

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে...

আম্বেদকর মূর্তির রেলিংয়ে ধাক্কা লরির! ভোরের কলকাতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে...

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...