Sunday, August 24, 2025

জেলে আরামে মালিশ করাচ্ছেন আপ মন্ত্রী সত্যেন্দ্র! ভাইরাল ভিডিও নিয়ে ময়দানে বিজেপি

Date:

Share post:

আর্থিক তছরুপের (Money Laundering) অভিযোগে বর্তমানে তিহার জেলে (Tihar Jail) বন্দি আম আদমি পার্টির নেতা (AAP Leader) তথা দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendra Jain)। তবে জেলে থাকলেও তাঁকে দেখে বোঝার বিন্দুমাত্র উপায় নেই। পাঁচতারা হোটেলের মতোই আরামে দিন কাটছে তাঁর। তবে জেলের ভিতরে ভিআইপি (VIP) পরিষেবা দেওয়ার অভিযোগ আগেই তুলেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আর সেই অভিযোগের পরই সরিয়ে দেওয়া হয় জেল সুপার অজিত কুমারকে। সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে চোখ কপালে উঠবে আপনারও। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে পায়ে মালিশ করাচ্ছেন সত্যেন্দ্র। আর আয়েশ করে বিছানায় শুয়ে মজা নিচ্ছেন তিনি। সত্যেন্দ্রর  হাতে কিছু কাগজ ধরা। সেগুলি তিনি পড়ছেন। আর বিছানার পাশে বসে এক ব্যক্তি মন্ত্রীর পা মালিশ করছেন। যদিও ভিডিয়ো প্রসঙ্গে জেল কর্তৃপক্ষের দাবি, এটি পুরনো একটি ভিডিয়ো। যাঁরা এই কাজে জড়িত ছিলেন, সেই সব আধিকারিক এবং কর্মীদের বিরুদ্ধে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে পুলিশ।

আর ভিডিও সামনে আসতেই হাত ধুয়ে ময়দানে নেমে পড়ে বিজেপি। বিজেপি নেতা সেহজাদ পুনাওয়ালা (Shezad Punawala) টুইটারে লেখেন, কারাগারে ভিভিআইপি আচরণ! কেজরিওয়াল (Aravind Kejriwal) কী এমন একজন মন্ত্রীকে রক্ষা করতে পারবেন? তাঁকে কি চাকরিচ্যুত করা উচিত নয়? এটিই আম আদমি পার্টির আসল চেহারা। এদিকে সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া (Gourav Bhatia) বলেন, অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য এবং ভিভিআইপি সংস্কৃতির অবসানের জন্য দল তৈরি করেছিলেন। কিন্তু এখানে একজন দুর্নীতিবাজ সব সুযোগ-সুবিধা পাচ্ছেন। সেটা কী করে সম্ভব?

তবে আম আদমি পার্টি গেরুয়া শিবিরের সমস্ত অভিযোগ উড়িয়ে দাবি করেন সত্যেন্দ্র জৈনের চিকিৎসার কারণেই এই মালিশ দেওয়া হচ্ছে। দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia) এই বিতর্কের আবহে পাল্টা বিজেপির সমালোচনা করে বলেন, এভাবে কারও অসুস্থতার মধ্যে মজা ওড়ানো ঠিক নয়।

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...