Monday, December 1, 2025

Gujrat Election : বিজেপির ভোট প্রচারে বিদেশী! নির্বাচন কমিশনের কাছে অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

সামনে গুজরাটের নির্বাচন (Gujrat Election) এই মুহূর্তে তুঙ্গে রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার (election campaign)পর্ব। নরেন্দ্র মোদির (Narendra Modi) রাজ্যে এবার বিদেশী নাগরিকদের (Foreign nationals) এনে প্রচার করার অভিযোগে কাঠগড়ায় খোদ ভারতীয় জনতা পার্টি ! যে ভারতীয় জনতা পার্টি (BJP) বারবার হিন্দুত্বের দাবি করে দেশীয় সংস্কৃতির কথা বলে, সেই পার্টির নির্বাচনী প্রচারে বিদেশি নাগরিকদের আনাটা ভালো চোখে দেখছেন না সাধারণ মানুষ। ঘটনা নিয়ে সরব তৃণমূল কংগ্রেস (TMC) । দলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে (Saket Gokhale) গুজরাটে বিজেপির পক্ষে প্রচার করতে যে ‘বিদেশি নাগরিকদের’ দেখা গেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে।

বিজেপির রাজ্য ইউনিটের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে বিদেশীরা নরেন্দ্র মোদির কাজের প্রশংসা করছেন আর সেই ভিডিওকে গুজরাটের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপর থেকেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে।ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছে তৃণমূল। তাতে বিস্তারিত অভিযোগ জানান হয়েছে। সাকেত গোখলে নির্বাচনী সংস্থার কাছে তাঁর অভিযোগে লিখেছেন, ‘এটি ভারতীয় নির্বাচনে গুরুতর বিদেশী হস্তক্ষেপের সমতুল্য এবং জনগণের প্রতিনিধিত্ব আইন, ১৯৫১, সেইসঙ্গে ভারতের ভিসা আইনের সম্পূর্ণ লঙ্ঘন’। গুজরাট বিজেপির শেয়ার করা একটি ভিডিওতে, বিদেশী বংশোদ্ভূত কয়েকজন ব্যক্তিকে গেরুয়া শিবিরের হয়ে প্রচার করতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজের প্রশংসা করতে দেখা যায়। পাশাপাশি ভিডিওতে দেখা গেছে গুজরাটের মানুষেরা কিভাবে ভোট দেবেন সেই বিষয়েও তাঁদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বিদেশিদের পরিচয় (Identity) এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি।

 

spot_img

Related articles

পিছোল এসআইআর-এর সময়সীমা! ‘তাড়াহুড়ো’র বিরোধীতা করে কমিশনকে আক্রমণ চন্দ্রিমা–পার্থর

এসআইআর প্রক্রিয়ার নির্ঘণ্ট নিয়ে তীব্র রাজনৈতিক চাপানৌতনের মধ্যে অবশেষে এক সপ্তাহ পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশ-সহ গোটা...

এসআইআর বড় বালাই! ৭০ বছর বয়সে ‘বাবা’ হলেন লালগোলার নূরাল শেখ

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) চলতেই এক অদ্ভুত ঘটনার কেন্দ্রবিন্দুতে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ানসরাই গ্রাম...

ব্যাটিংয়ে প্রতিরোধ প্রোটিয়াদের, জয়ের মধ্যেও ভারতের চিন্তা বোলিং

রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ রানে জয় পেল ভারত(India vs South Africa)। ভালো ব্যাটিং করলেও...

বিজেপি রাজ্য সভাপতির সোশ্যাল মিডিয়া পোস্টে ‘লাইক’ করলেন কোন তৃণমূল নেতা!

বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতা কর্মীদের এসআইআর ইস্যু নিয়েই মাঠে নামিয়ে দেওয়ার সুযোগ পেয়েছে তৃণমূল নেতৃত্ব। বুথ স্তরের...