Monday, January 12, 2026

জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু ব্রাজিলের, সার্বিয়াকে ২-০ গোলে হারাল সেলেকাওরা

Date:

Share post:

জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল ব্রাজিল। এদিন সার্বিয়াকে ২-০ গোলে হারাল পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়ন। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন রিচার্লিসন।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় সেলেকাওরা। একের পর এক আক্রমনে ঝাপায় তিতের দল। কিন্তু গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা। এদিন প্রথম একাদশে রিচার্লিসন, ভিনিসিয়াস, রাফিনহাকে রেখে দল সাজান কোচ তিতে। আর সঙ্গে ছিলেন নেইমার। আর এতেই বোঝা যাচ্ছিল আক্রমণে ঝড় তুলবে ব্রাজিল। আর প্রত্যাশামতোই শুরু থেকে আক্রমণের ঝড় তোলে পাঁচবারের বিশ্বচ‍্যাম্পিয়নরা। ম‍্যাচের ৩৭ মিনিটে সহজ একটি সুযোগ মিস করেন রাফিনহা। গোলরক্ষককে একা সামনে পেয়ে গোল করতে ব‍্যর্থ হন তিনি। প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তিতের দল। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে গোলশূন‍্য।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝড় তোলে সেলেকাওরা। শুরুতেই সুযোগ চলে আসে ব্রাজিলের সামনে। সেই রাফিনহা। গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে ব‍্যর্থ হন তিনি। এরপর একের পর এক আক্রমণে ঝাপায় সেলেকাওরা। যার ফলে ম‍্যাচের ৬২ মিনিটে প্রথম গোল পায় তিতের দল। ব্রাজিলকে গোল করে এগিয়ে দেন রিচার্লিসন। বক্সের মধ্যে নেইমার এগিয়ে গিয়ে শট নেওয়ার চেষ্টা করেন। বল পেয়ে যান ভিনিসিয়াস জুনিয়র। তাঁর শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচান গোলরক্ষক। ফিরতি বল গোলে ঠেলে দেন রিচার্লিসন। এরপর ৭৩ মিনিটে ফের গোল পায় ব্রাজিল। সেই রিচার্লিসন। দরন্ত সাইডভলিতে গোল করেন তিনি। বাঁ দিক থেকে এগিয়ে গিয়ে আউটস্টেপে বল ভাসিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। বাঁ পা দিয়ে চমৎকার ভঙ্গিতে বল রিসিভ করেন রিচার্লিসন। চকিতে ঘুরে গিয়ে দুর্দান্ত সাইডভলিতে বল জালে জড়ান তিনি। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে ব‍্যর্থ হয় তিতের দল। যার ফলে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতল পাঁচবারের বিশ্বচ‍্যাম্পিয়নরা। তবে সেলেকাওদের আনন্দের মধ‍্যেও একটা চিন্তা থাকছে। এদিন চোট পেয়ে বসে পড়েন নেইমার। ব্রাজিলের পরবর্তী ম‍্যাচে মুখোমুখি সুইজারল্যান্ড। ২৮ তারিখ মুখোমুখি হবে তারা।

আরও পড়ুন:জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু পর্তুগালের, গোল করলেন সিআরসেভেন

 

spot_img

Related articles

জমজমাট ভদ্রেশ্বর গোল্ড কাপ ফাইনাল, বর্ধমান মাতালেন বাইচুং-ব্যারেটো

যুব দিবসের দিনে বর্ধমান মাতালেন বাইচুং-ব্যারেটো। লালবাবা রাইস আয়োজিত ভদ্রেশ্বর গোল্ড কাপে(Bhadredeswar Gold Cup) জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হল...

সোফিয়ার সঙ্গে বাগদান সারলেন ধাওয়ান, জানুন পাত্রী পরিচয়

জল্পনায় সিলমোহর। আইরিশ প্রেমিকা সোফিয়া সাইনের(Sophie Shine) সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)।  ইনস্টাগ্রামে পোস্ট করে...

সম্প্রীতির চিরন্তন পথপ্রদর্শক; স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

প্রতিবছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেনা গানেই বাবাকে শেষ ডাক আরিয়ার! বাগডোগরায় চোখের জলে বিদায় প্রশান্তকে

সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে তখন ভারী হয়ে আছে বিষণ্ণতায়। চার বছরের একরত্তি শিশু আরিয়া জানে না কী...