Saturday, August 23, 2025

চাঁদের কক্ষপথে পৌঁছে কাজ শুরু নাসার চন্দ্রযান ওরিয়নের

Date:

Share post:

চাঁদের কক্ষপথে (Orbit of the Moon) সফল ভাবে স্থাপন করা হল নাসার (NASA) চন্দ্রযান ওরিয়নকে (Orion)। শুক্রবার রাতেই আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, কক্ষপথে ঢুকে পড়ার পর চাঁদের প্রায় ৬৪ হাজার ৩৭৩ কিলোমিটার উপরে ঘুরপাক খাচ্ছে ওরিয়ন। নাসার তরফে জানানো হয়েছে পরবর্তী এক সপ্তাহে চাঁদের কক্ষপথের অর্ধেকটা এই ‘চন্দ্রযান’ প্রদক্ষিণ করবে। চলতি সপ্তাহের শুরুতেই নাসার মহাকাশযান ‘আর্টেমিস ১’ (Artemis 1) চাঁদের কক্ষপথের কাছে পৌঁছে যায়। কিন্তু ধীরে ধীরে তার গতি কমিয়ে কক্ষপথে প্রবেশ করানোই ছিল নাসার বিজ্ঞানীদের কাছে সবথেকে বড় পরীক্ষা। এরপর ‘চন্দ্রযান’ ওরিয়ন চাঁদের কিছু ছবিও পাঠিয়েছিল।

গত ১৬ নভেম্বর সফল উৎক্ষেপণ হয়েছিল ‘আর্টেমিস ১’-এর। ‘আর্টেমিস’ মিশনের মাধ্যমে চাঁদে ফের মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে নাসা। মোট তিনটি ধাপে এই মিশন সম্পন্ন করা হবে বলে নাসার তরফে জানানো হয়েছে। প্রথম পর্যায়ে ‘আর্টেমিস-১’-এর মাধ্যমে চাঁদে পাড়ি দিয়েছে যাত্রীবিহীন মহাকাশযান ‘ওরিয়ন’। এই অভিযানের মূল লক্ষ্য ছিল, চাঁদের মাটিতে নামার জন্য সম্ভাব্য ‘ল্যান্ডিং সাইট’গুলি (Landing Site) চিহ্নিত করা।

গত ২৯ অগাস্ট উৎক্ষেপণের কথা ছিল ‘আর্টেমিস ১’-এর। কিন্তু শেষ মুহূর্তে ধরা পড়ে রকেটের তরল হাইড্রোজেনের লাইনে ছিদ্র। ফলে সে দিন বাতিল করে দেওয়া হয় অভিযান। উৎক্ষেপণের পরবর্তী দিন ধার্য হয়েছিল ২ সেপ্টেম্বর। কিন্তু সেবার ছিদ্র ধরা পড়ে তরল হাইড্রোজেনের ট্যাঙ্কে (Hydrogen Tank)। ফলে স্পেস লঞ্চ সিস্টেম রকেটটির অভিযান বাতিল হয়।

নাসার তরফে আরও জানানো হয়েছে, আগামী ২০২৪ সালে চাঁদের খুব কাছ দিয়েই দিয়ে ফের এরকম একটি ‘ফ্লাইবাই’ করা হবে। তবে পরেরবার ফাঁকা যান নয়, এতে মহাকাশচারীরাও থাকবেন।

spot_img

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...