বৃষ্টির জন্য ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথমে ম্যাচ শুরু হলেও, বৃষ্টির জন্য কিছুক্ষণ বন্ধ রাখা হয় ম্যাচ। এরপর ৫০ ওভারের ম্যাচ কমিয়ে ২৯ ওভার করে দেওয়া হয়। কিন্তু আবার ভিলেন বৃষ্টি এসে হাজির হওয়ায় শেষমেশ ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা। আর ম্যাচ বাতিল হওয়ায়, একদিনের সিরিজ জয় আর হল না ভারতের।

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব্যাট করতে নেমেই বিপত্তি। ভিলেন বৃষ্টি হাজির। ম্যাচে ৪.৫ ওভার হওয়ার পরেই নামে বৃষ্টি। বন্ধ রাখা হয় ম্যাচ। প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ম্যাচ চালু হলে ৫০ ওভারের ম্যাচ কমিয়ে দেওয়া হয় ২৯ ওভারে। খেলা শুরু হতেই সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান। মাত্র ৩ রান করে আউট হয়ে যান তিনি। তিন নম্বরে ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি এবং শুভমন গিল ৬৬ রানের জুটি গড়ে ফেলেন। কিন্তু সেই ১২.৫ ওভারে আবার শুরু হয় বৃষ্টি। তখন শুধু পিচ নয়, আউটফিল্ডও ঢেকে দেওয়া হয়। খেলা শুরু হলে আবার ওভার কমে যাওয়ার সম্ভাবনাও ছিল। কিন্তু বৃষ্টি থামার কোন সম্ভাবনা দেখা দেয় না। যার ফলে শেষ পর্যন্ত খেলা বাতিল করার সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা। ম্যাচে সূর্যকুমার ৩৪ রানে অপরাজিত। শুভমন অপরাজিত ৪৫ রানে।

Handshakes 🤝 all around after the second ODI is called off due to rain.
Scorecard 👉 https://t.co/frOtF82cQ4 #TeamIndia | #NZvIND pic.twitter.com/pTMVahxCgg
— BCCI (@BCCI) November 27, 2022
আরও পড়ুন:আজ বিশ্বকাপে নামছে জাপান-ক্রোয়েশিয়া-বেলজিয়াম
