Wednesday, November 5, 2025

ABSU : অক্সফোর্ড বুকস্টোরে অষ্টম এপিজে বাংলা সাহিত্য উৎসব

Date:

Share post:

শীত পড়তে না পড়তে শহরে এবার উৎসবের (Festival) মেজাজ। কলকাতার পার্কস্ট্রিটের অক্সফোর্ড বুকস্টোরে (Oxford Book Store) তিন দিনের সাহিত্য উৎসব (Literary Festival)। অক্সফোর্ড বুকস্টোরের শতবার্ষিকী উদযাপনের অংশ হিসাবে পার্ক স্ট্রিটের (Park Street)অক্সফোর্ড বুকস্টোরে উৎসবের সূচনাতেই লিটল ম্যাগাজিন কর্নারের উদ্বোধনের কথা ঘোষণা করা হয়। ২৫, ২৬, ২৭ তিনদিন ধরে এই উৎসবের আয়োজন করা হয়। সারা বিশ্বে ছড়িয়ে থাকা অনুরাগীদের জন্য এই সাহিত্য উৎসব অনলাইনেও স্ট্রিমিং করা হচ্ছে বলে জানা যাচ্ছে। অক্সফোর্ড বুকস্টোরস আয়োজিত ভারতের প্রথম বাংলা সাহিত্য উৎসব, এপিজে বাংলা সাহিত্য উৎসব (APJ Bangla Sahitya Utsav)-এর অষ্টম বর্ষের উদ্বোধন করেন ভাষাতত্ত্ববিদ, সাহিত্য সমালোচক, শিক্ষাবিদ এবং অভিনেতা পবিত্র সরকার (Pabitra Sarkar)।

সারা ভারতে বাংলা ভাষায় প্রায় ২০০০ লিটল ম্যাগাজিন প্রকাশিত হয়। এই সব লিটল ম্যাগাজিন অনলাইনে বিক্রির ভাবনা রয়েছে অক্সফোর্ড বুকস্টোরের অনলাইন স্টোরের। পবিত্র সরকার জানান অক্সফোর্ড বুকস্টোর খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। একসময় কলকাতার রাস্তায় কয়েকটা দোকানে লিটল ম্যাগাজিন বিক্রি হত। কিন্তু সেই দোকানগুলো হারিয়ে গেছে। তাই অক্সফোর্ড বুকস্টোরে তাদের জন্য একটা বিশেষ জায়গা সারা বছর ধরে থাকবে–এটা খুবই আনন্দের কথা। সাহিত্য উৎসবের অষ্টম বার্ষিকী সম্পর্কে অক্সফোর্ড বুকস্টোর-এর সিইও এবং এবিএসইউ-র ডিরেক্টর স্বাগত সেনগুপ্ত বলেন, ভারতের প্রথম বাংলা সাহিত্য উৎসব, এপিজে বাংলা সাহিত্য উৎসব-এর আয়োজক শতাব্দিপ্রাচীন অক্সফোর্ড বুকস্টোর। এই উৎসব শুরু হয়েছিল ২০১৫ সালে এবং এবছর সেই উৎসবের অষ্টম বর্ষ। অক্সফোর্ড বুকস্টোরের শতবর্ষ উদযাপন করতে গিয়ে বেছে নেওয়া হয়েছে কলকাতার পার্ক স্ট্রিটের আইকন সদৃশ অক্সফোর্ড বুকস্টোরকে। গত সাত বছরে এবিএসইউ ক্রমশ সমৃদ্ধ হয়ে উঠেছে। এখন এই উৎসবের খ্যাতি চারিদিকে ছড়িয়ে গেছে । শুধু ভারতেই নয় ভারতের বাইরে থাকা বাংলা সাহিত্য ও সংস্কৃতির অনুরাগীরা এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বিশ্ব পরিসরে এই উৎসবের জনপ্রিয়তার কথা মাথায় রেখে, নভেম্বরের ২৫, ২৬ ও ২৭ তারিখ এই তিন দিন এবিএসইউর লাইভ স্ট্রিমিং হয় এপিজে বাংলা সাহিত্য উৎসব ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে।

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...