Tuesday, November 11, 2025

গুজরাটে ভোটের মুখে বড় ধাক্কা, বিজেপি ছেড়ে কংগ্রেসে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী

Date:

Share post:

সামনেই নির্বাচন, তার আগে গুজরাটে(Gujrat) বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। বিজেপি(BJP) ছেড়ে কংগ্রেসে(Congress) যোগ দিলেন গুজরাটের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী জয় নারায়ণ ভ্যাস। সোমবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের হাত ধরে হাত শিবিরে যোগ দেন তিনি। এই যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও। ভ্যাসের পাশাপাশি কংগ্রেসে যোগ দিয়েছেন তাঁর পুত্রও।

গুজরাট রাজ্য গত ২৭ বছর ধরে বিজেপির হাতে থাকলেও সাম্প্রতিক সময়ে পদ্ম শিবিরে যে ঝড় উঠেছে তা বেশ বোঝা যাচ্ছে। পরিস্থিতি যে ভালো নয় তা আঁচ করেছে বিজেপিও। যার ফলে শেষ ৫ বছরে একাধিকবার মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছে এখানে। লেগে রয়েছে দলীয় কোন্দল। দিনকয়েক আগেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিন বাঘেলার (Shankarsinh Vaghela) ছেলে। এবার সেই পথে হাঁটলেন চারবারের বিধায়ক জয় নারায়ণ ভ্যাস (Jay Narayan Vyas)। জানা গিয়েছে, বিজেপির টিকিটে মোট সাতবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভ্যাস। ২০১৭ সালে কংগ্রেস প্রার্থীর কাছে হারেন তিনি। বিজেপি এবার পছন্দের সিদ্ধাপুর আসন থেকে ভ্যাসকে দাঁড় করাতে রাজি নয়। সেটাই মূলত তাঁর দলত্যাগের কারণ। এ মাসের গোড়ার দিকেই বিজেপি ছাড়েন তিনি। বিজেপি ছাড়ার পর কংগ্রেস এবং আম আদমি পার্টি দু’দলেরই প্রস্তাব তাঁর কাছে ছিল। কিন্তু তিনি শেষমেশ কংগ্রেসকেই বেছে নিলেন তিনি।

উল্লেখ্য, টানা ২৭ বছর ক্ষমতায় থাকায় গুজরাটে বিজেপি বিরোধী হাওয়া প্রবল। তারপর মোরবির দুর্ঘটনা ‘গোদের ওপর বিষফোড়া’র মতো হয়েছে গেরুয়া শিবিরের জন্য। গতবারই পাঁচবারের মধ্যে সবচেয়ে কম আসনে জয় পায় মোদি-অমিত শাহদের (Amit Shah) দল। ১৮২ আসনের মধ্যে ঝুলিতে আসে ৯৯টি। কংগ্রেস পায় ৭৭ আসন। অন্যান্যরা ৬টি। এর মাঝে পাঁচ বছর অতিক্রান্ত। পাঁচবছরে মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছে পদ্ম শিবিরকে। শাসক বিজেপি (BJP) ও প্রধান বিরোধী কংগ্রেসের কপালে চিন্তার ভাঁজ ফেলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...