Friday, November 14, 2025

ভোটমুখী রাজ্যে মোদির আগে ইডি আসে, কেন্দ্রীয় সংস্থাকে তোপ কেসিআর কন্যার

Date:

Share post:

কেন্দ্রীয় এজেন্সির(Central agencies) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। বিরোধীদের অভিযোগ নিজেদের স্বার্থে এজেন্সিগুলিকে ব্যবহার করছে বিজেপি(BJP)। এই ইস্যুতেই এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে সরাসরি আক্রমণ শানালেন তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির(TRS) নেত্রী তথা তেলেঙ্গানার(Telengana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা(K Kabita)। রীতিমতো কটাক্ষ করে তিনি জানালেন, “ভোটমুখী রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগে ইডি আসে। আর এই কথা প্রতিটি শিশুও জানে।”

সম্প্রতি দিল্লির আবগারি নীতি নিয়ে ইডির রিপোর্টে নাম মিলেছে কবিতার। ভোটমুখী তেলেঙ্গানায় এই ইস্যুকে হাতে নিয়ে তদন্তে নেমেছে ইডি। এই ঘটনায় কেন্দ্রীয় এজেন্সিকে কটাক্ষ করার পাশাপাশি সরাসরি মোদি সরকারকে আক্রমণ শানিয়ে কেসিআর কন্যা বলেন, “আমাদের সবাইকে জেলে ভরে দিন। তবুও আমাদের আটকাতে পারবেন না। জেল থেকেই মানুষের জন্য কাজ করে যাব। খোলা চ্যালেঞ্জ রইল।” আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে তিনি আর বলেন, “মোদি সরকার আট বছর আগে ক্ষমতায় এসেছে। এই আট বছরে নয় রাজ্যে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার ফেলে দিয়ে বিজেপি সরকার গড়েছে। প্রতিটি বাচ্চা জানে, ভোটমুখী রাজ্যে প্রধানমন্ত্রী মোদির আগে ইডি আসে।” সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আর বলেন, ” ২০২৩ এর নির্বাচনের আগে সস্তার রাজনীতি শুরু করেছে বিজেপি। তবে আমাদের আটকানোর সাধ্য বিজেপির নেই। জেলে ভরে দিলেও আমরা মানুষের জন্য কাজ করে যাব এবং বিজেপির স্বরূপ উন্মোচিত করে যাব।”

আবগারি তদন্তে ইডির খাতায় তাঁর নাম ওঠা প্রসঙ্গে কবিতা বলেন, “তেলঙ্গানায় ভোট আসছে। তাই মোদি প্রচারে নামার আগেই এসে পড়েছে ইডি!” তবে ইডির তদন্তে তিনি যে পূর্ণ সহযোগিতা করবেন সে কথাও এদিন জানিয়ে দেন মুখ্যমন্ত্রী কন্যা। উল্লেখ্য, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে বিরোধিদের। এর আগে এই ইস্যুতে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এই ইস্যুতে সরব হয়েছে বিজেপির বিরুদ্ধে। এবার এই ইস্যুতে মুখ খুলল তেলেঙ্গানাও।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...