সকাল রাতে হালকা শীতের (Winter) আমেজ থাকলেও বেলা বাড়তেই গরম হচ্ছে প্রকৃতি । ডিসেম্বরের শুরুতেই কার্যত উধাও শীত (Winter)। বঙ্গের বুকে বাড়ছে তাপমাত্রা (Temperature), পারদ চড়ল কলকাতাতেও (Kolkata)।

ভোরের দিকে হালকা শীতের আমেজ টের পাচ্ছেন বঙ্গবাসী। কিন্তু ঐটুকুই, দুপুরের দিকে সূর্যের তাপ যথেষ্টই গায়ে লাগছে বলে মনে করছেন সাধারণ মানুষ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। তবে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে পরবর্তী দু-তিনদিনে একধাক্কায় অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে পারে। কিন্তু তাতেও জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা আপাতত নেই।বুধবার শহরের তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি। উত্তরের জেলাগুলিতে হালকা শীতের আমেজ বজায় রয়েছে। আপাতত বঙ্গের কোথাও বৃষ্টির (Rain) সম্ভাবনা তৈরি হয়নি বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে হঠাৎ করে ঠান্ডা কমে যাওয়ায় অনেক বেশি করে সর্দি-কাশি জ্বর বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সেক্ষেত্রে রাতের দিকে হালকা চাদর বা সোয়েটার সঙ্গে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।
