Saturday, January 31, 2026

অভিষেকের বাবার দায়ের করা মানহানির মামলায় সশরীরে হাজিরা দিতে হবে শুভেন্দুকে: নির্দেশ আদালতের

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের করা মামলাতে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর। একেবারে সশরীরে তাঁকে হাজিরার নির্দেশ শোনাল আলিপুর আদালত। আগামী ১৯ ডিসেম্বর এই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে আদালতের নির্দেশ মেনে হাজিরা শুভেন্দু অধিকারী দেন কিনা সেদিকেই নজর সবার।

অভিষেকের বাবার করা ওই মানহানির মামলায় আজ ১ ডিসেম্বর বিরোধী দলনেতাকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। কিন্তু সেই নির্দেশ এড়ালেন বিজেপি বিধায়ক। তবে আদালতে হাজিরার নির্দেশে কোনও বদল হয়নি। ফের তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারীকে হাজিরা দিতে হবে আদালতে।

কয়েক মাস আগেই শুভেন্দু দাবি করেছিলেন যে, অভিষেকের বাবা হাজার কোটি টাকার মালিক। কিন্তু অমিত বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই তথ্য ভুল এবং মিথ্যে। আগেই তিনি তাঁর আইনজীবী মারফত শুভেন্দুকে ক্ষমা চাওয়ার কথা বলে নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু শুভেন্দু সেই নোটিশ অগ্রাহ্য করেন। তারপরেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি। সেই মামলার প্রেক্ষিতেই শুভেন্দু অধিকারীকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা স্পষ্ট জানিয়েছেন, তাঁর পরিবারের অনেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি নন। তিনি সম্পূর্ণ অন্য জগতের মানুষ, তাঁর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যে দাবি করেছেন। সেই কারণেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।আর সেই মামলাতেই আলিপুর মুখ্য বিচার বিভাগীয় আদালত শুভেন্দু অধিকারীকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে।

 

spot_img

Related articles

নজরে বিধানসভা ভোট, রাতেই বঙ্গ বিজেপির নেতাদের ক্লাস নিলেন শাহ

বাংলায় বেজে গিয়েছে ভোটের দামামা। দিল্লি থেকে যাতায়াত শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা(Amit Shah)।  শুক্রবার রাতে ফের...

বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তে NIA, গঠিত হচ্ছে বিশেষ দলও

মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তভার হাতে নিল এনআইএ(NIA)। এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ আগেই ব্যাপক...

কুলপিতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল অ্যাসবেস্টসের শেডও

মধ্যরাতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি(Kulpi) থানার অন্তর্গত ছামনাবনি গ্রামে। স্থানীয় তৃণমূলের...

রাজ্য প্রশাসনে একাধিক রদবদল, সচিব পদে পরিবর্তন

ভোটের  আগে রাজ্য পুলিশে বড়সড় রদবদল হয়েছে। পুলিশের পাশাপাশি প্রশাসনেও  বড় রদবদল হয়েছে।  রাজ্য প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ দফতর...