Monday, August 25, 2025

অভিষেকের বাবার দায়ের করা মানহানির মামলায় সশরীরে হাজিরা দিতে হবে শুভেন্দুকে: নির্দেশ আদালতের

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের করা মামলাতে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর। একেবারে সশরীরে তাঁকে হাজিরার নির্দেশ শোনাল আলিপুর আদালত। আগামী ১৯ ডিসেম্বর এই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে আদালতের নির্দেশ মেনে হাজিরা শুভেন্দু অধিকারী দেন কিনা সেদিকেই নজর সবার।

অভিষেকের বাবার করা ওই মানহানির মামলায় আজ ১ ডিসেম্বর বিরোধী দলনেতাকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। কিন্তু সেই নির্দেশ এড়ালেন বিজেপি বিধায়ক। তবে আদালতে হাজিরার নির্দেশে কোনও বদল হয়নি। ফের তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারীকে হাজিরা দিতে হবে আদালতে।

কয়েক মাস আগেই শুভেন্দু দাবি করেছিলেন যে, অভিষেকের বাবা হাজার কোটি টাকার মালিক। কিন্তু অমিত বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই তথ্য ভুল এবং মিথ্যে। আগেই তিনি তাঁর আইনজীবী মারফত শুভেন্দুকে ক্ষমা চাওয়ার কথা বলে নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু শুভেন্দু সেই নোটিশ অগ্রাহ্য করেন। তারপরেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি। সেই মামলার প্রেক্ষিতেই শুভেন্দু অধিকারীকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা স্পষ্ট জানিয়েছেন, তাঁর পরিবারের অনেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি নন। তিনি সম্পূর্ণ অন্য জগতের মানুষ, তাঁর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যে দাবি করেছেন। সেই কারণেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।আর সেই মামলাতেই আলিপুর মুখ্য বিচার বিভাগীয় আদালত শুভেন্দু অধিকারীকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে।

 

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...