‘ডাঙ্কি’ ছবির শ্যুটিং করতে সৌদি আরব গিয়েছিলেন শাহরুখ। আর তা শেষ করেই মক্কায় দীনবেশে দেখা গেল বলিউড বাদশাহকে। বৃহস্পতিবার রাত থেকেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সাদা উত্তরীয় গায়ে কিং খানের একেবারে সাধারণ রূপ।
আরও পড়ুন:শাহরুখের জন্মদিনে মন্নতে জনসমুদ্র, রুপোলি পর্দায় ফিরছে জনপ্রিয় DDLJ

উস্কোখুস্কো চুল, মুখে মাস্ক আর গায়ে কালো কোটের বদলে একটা সাদা উত্তরীয়। এই সাধারণের বেশেই মক্কায় উমরাহতে অংশ নিতে দেখা যায় শাহরুখকে। ভিড়ের মধ্যে শাহরুখের অনেকগুলি ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঝড় বইয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ আবার লিখেছেন, “ইনশাল্লা, আমাদের সবার দুয়া গ্রহণ করুন আল্লা।” কেউ আবার শাহরুখকে উদ্দেশ্য করেই লিখলেন, “মাশাল্লাহ…(সুন্দর)”।

King #ShahRukhKhan performing Umrah at Makka Sharif ❤️
Umrah Mubarak Ho Khan Sab 💫 @iamsrk#SRK #ShahRukhKhan #Pathaan #Umrah #Makkah pic.twitter.com/uGxBnAQ41e
— TEAM SRK KARNATAKA⚡ (@teamsrkkarnatak) December 1, 2022
বুধবার সৌদি আরবে শুটিং শেষে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে ভিডিয়ো রেকর্ড করেছিলেন শাহরুখ। পিছনে মরুপ্রকৃতি। ঝাঁ-ঝাঁ রোদে কালো কোট, কালো চশমা পরে হাসছেন শাহরুখ। শুটিং সফল। ইনস্টাগ্রামে ভিডিয়োটি ঘুরছিল। যেখানে শাহরুখ বলছেন,”ডাঙ্কির কাজ করে মন ভাল হয়ে গেল। সোউদিতে এত আরামে শ্যুটিং করা গেল। এর চেয়ে আর আনন্দের কী হতে পারে!”
শ্যুটিংয়ের ‘লোকেশন’ শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োর ক্যাপশানে শাহরুখ লিখেছেন, ‘সকলকে বড় ধন্যবাদ দিতে চাই। ‘এরপরই উমরাহে অংশ নিতে দেখা যায় শাহরুখকে।
