Sunday, August 24, 2025

ঘানার বিরুদ্ধে জিতেও বিশ্বকাপ থেকে ছিটকে গেল উরুগুয়ে, শেষ ষোলোতে পর্তুগাল এবং দক্ষিণ কোরিয়া

Date:

Share post:

বিশ্বকাপে  গ্রুপ ‘এইচ’ থেকে আগেই প্রি-কোয়ার্টার ফাইনালের রাস্তা পাঁকা করেছিল পর্তুগাল। আর শুক্রবার পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছে গেল দক্ষিণ কোরিয়া। অপরদিকে ঘানাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছাতে পারল না উরুগুয়ে।

ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে পর্তুগাল। যার ফলে ম‍্যাচের ৫ মিনিটের মাথায় এগিয়ে যায় পর্তুগাল। পর্তুগালকে ১-০ গোলে এগিয়ে দেন রিকার্ডো হোর্তা। ডান প্রান্তে বল পেয়ে বক্সের মধ্যে ঢুকে ক্রস বাড়ান ডাল্ট। ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দেন হোর্তা। এই গোল খাওয়ার পরেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় দক্ষিণ কোরিয়া। যার ফলে ম‍্যাচের ২৭ মিনিটের মাথায় কর্নার থেকে গোল শোধ করেন দক্ষিণ কোরিয়ার কিম ইয়ং গুয়ান। বল রোনাল্ডোর পিঠে লেগে তাঁর কাছে আসে। গোল করতে ভুল করেননি দলের স্ট্রাইকার। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি তারা। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-১।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের অতিরিক্ত সময়ে নিজেদের অর্ধ থেকে প্রতি আক্রমণে পর্তুগালের বক্সের কাছে পৌঁছে যান সন। নিজের নিয়ন্ত্রণে বল রাখার পরে তিনি বল বাড়ান হাওয়াং-এর  উদ্দেশে। সেই বল জালে জড়াতে এতটুকু ভুল করেননি হাওয়াং।

অপরদিকে ঘানাকে গ্রুপের শেষ ম্যাচে ২-০ গোলে হারিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেল উরুগুয়ে। গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া পর্তুগালকে হারিয়ে দেওয়ায়, বিশ্বকাপ থেকে ছিটকে গেল সুয়ারেজরা। গোল পার্থক্যে উরুগুয়েকে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছে গেল দক্ষিণ কোরিয়া।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় উরুগুয়ে। ম‍্যাচের ২৬ মিনিটে উরুগুয়েকে ১-০ এগিয়ে দেন আরাস্কায়েতা। এরপর ম‍্যাচের ৩২ মিনিটে উরুগুয়েকে ২-০ গোলে এগিয়ে দেন সেই আরাস্কায়েতা। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল শোধ করার সুযোগ পেয়েছিল ঘানা। বাবার থেকে পাস পেয়েছিলেন বুকারি। কিন্তু সেই কাজে লাগাতে পারেনি। ম‍্যাচের অতিরিক্ত সময়ে ঘানা এবং উরুগুয়ে দু’দলই সুযোগ পেয়েছিল। কিন্তু কেউই গোল করতে পারেনি।

আরও পড়ুন:বিজয় হাজারে চ‍্যাম্পিয়ন সৌরাষ্ট্র

 

 

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...