Thursday, January 15, 2026

‘একের বেশি বিয়ে নয়’, এবার মধ্যপ্রদেশে অভিন্ন দেওয়ানি বিধির বার্তা শিবরাজের

Date:

Share post:

উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের পথ ধরে এবার অভিন্ন দেওয়ানি বিধি(Uniform Civil Code) লাগুর পথে হাঁটতে চলেছে মধ্যপ্রদেশ(Madhyapradesh)। গোটা দেশে একটাই বিধি কার্যকর করার দাবিতে সরব হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান(Shivraj Singh Chouhan)। তাঁর দাবি, এই নীতি চালু হলে সকলে একবার বিয়ের সুযোগ পাবেন।

সম্প্রতি মধ্যপ্রদেশের বারওয়ানিতে এক জনসভায় উপস্থিত হয়ে শিবরাজ সিং চৌহান বলেন, “সময় এসে গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার। আমি মধ্যপ্রদেশে এই বিধি চালু করতে প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছি। একটি কমিটি গঠন করা হয়েছে। এর ফলে সকলে একবারই বিয়ে করার সুযোগ পাবে।” যদিও শিবরাজের এহেন মন্তব্যের প্রেক্ষিতে বিরোধীদের কটাক্ষ, আসলে এই বিধি কার্যকর করার পিছনে রয়েছে রাজনৈতিক অভিসন্ধি।

উল্লেখ্য, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর এক দেশ, এক আইনের পক্ষে সওয়াল করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালে বিজেপির ইস্তেহারেও ছিল অভিন্ন দেওয়ানি বিধির কথা। যদিও কেন্দ্রীয় স্তরে এখন পর্যন্ত এই বিধি কার্যকর করা হয়নি। তবে গত একবছরেগ দেশের ৪ বিজেপি শাসিত রাজ্য নিজেদের মতো করে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার ইঙ্গিত দিয়েছে। উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের মতো গুজরাটেও বিজেপি ক্ষমতায় প্রত্যাবর্তন করলে এই বিধি চালু করা হবে বলে নির্বাচনী ইস্তেহারে দাবি করা হয়েছে।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...