Thursday, August 28, 2025

‘একের বেশি বিয়ে নয়’, এবার মধ্যপ্রদেশে অভিন্ন দেওয়ানি বিধির বার্তা শিবরাজের

Date:

Share post:

উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের পথ ধরে এবার অভিন্ন দেওয়ানি বিধি(Uniform Civil Code) লাগুর পথে হাঁটতে চলেছে মধ্যপ্রদেশ(Madhyapradesh)। গোটা দেশে একটাই বিধি কার্যকর করার দাবিতে সরব হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান(Shivraj Singh Chouhan)। তাঁর দাবি, এই নীতি চালু হলে সকলে একবার বিয়ের সুযোগ পাবেন।

সম্প্রতি মধ্যপ্রদেশের বারওয়ানিতে এক জনসভায় উপস্থিত হয়ে শিবরাজ সিং চৌহান বলেন, “সময় এসে গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার। আমি মধ্যপ্রদেশে এই বিধি চালু করতে প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছি। একটি কমিটি গঠন করা হয়েছে। এর ফলে সকলে একবারই বিয়ে করার সুযোগ পাবে।” যদিও শিবরাজের এহেন মন্তব্যের প্রেক্ষিতে বিরোধীদের কটাক্ষ, আসলে এই বিধি কার্যকর করার পিছনে রয়েছে রাজনৈতিক অভিসন্ধি।

উল্লেখ্য, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর এক দেশ, এক আইনের পক্ষে সওয়াল করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালে বিজেপির ইস্তেহারেও ছিল অভিন্ন দেওয়ানি বিধির কথা। যদিও কেন্দ্রীয় স্তরে এখন পর্যন্ত এই বিধি কার্যকর করা হয়নি। তবে গত একবছরেগ দেশের ৪ বিজেপি শাসিত রাজ্য নিজেদের মতো করে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার ইঙ্গিত দিয়েছে। উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের মতো গুজরাটেও বিজেপি ক্ষমতায় প্রত্যাবর্তন করলে এই বিধি চালু করা হবে বলে নির্বাচনী ইস্তেহারে দাবি করা হয়েছে।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...