Thursday, January 15, 2026

গুজরাত ভোটের ফলাফলে ফের চর্চায় হার্দিক-অল্পেশ-জিগনেশ, জাদেজার স্ত্রী রিভাবা

Date:

Share post:

গুজরাতে যে সপ্তমবারের জন্য বিজেপি সরকার গঠিত হবে সেই ইঙ্গিত আগেই মিলেছিল। বৃহস্পতিবার গণনার দিন বেলা যত গড়িয়েছে ততই ছবিটা স্পষ্ট হয়েছে। তবে গুজরাতের বুকে সর্বকালীন রেকর্ড গড়ে বিজেপি ফের ক্ষমতায় এলেও রাজনৈতিক মহলের নজর ছিল বেশ কয়েকটি বহু চর্চিত ও হেভিওয়েট প্রার্থীর দিকে। বিশেষ করে তিনজন প্রার্থী সকলের নজরে ছিলেন।তাঁরা হলেন হার্দিক প্যাটেল, অল্পেশ ঠাকুর ও জিগনেশ মেভানি। গতবার গুজরাত বিধানসভা নির্বাচনে এই তিনজন বিজেপি বিরোধী মুখ হয়ে উঠে ছিলেন। ২০১৭ সালের নির্বাচনে গেরুয়া শিবিরের ঘুম ছুটিয়ে ছিলেন। সাড়া ফেলে দিয়েছিলেন গোটা দেশজুড়ে। যাঁদের মধ্যে এবার দু’জন পাল্টি মেরে বিজেপির প্রার্থী। এই তিনজনের সঙ্গে এবার আলোচনায় ছিলেন গেরুয়া শিবিরের চমক দেওয়া সেলিব্রিটি প্রার্থী রিভাবা জাদেজা। যিনি ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী। ঘটনা চক্রে এই চারজন নজরকাড়া প্রার্থী প্রত্যেকেই জয় পেয়েছেন। তিনজন পদ্ম প্রতীকে। একজন কংগ্রেসের হাত ধরে।

প্রথমেই আসা যাক হার্দিক প্যাটেলের আলোচনায়। পাতিদার আন্দোলনের অন্যতম মুখ হার্দিক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন নির্বাচনের মাত্র কয়েক মাস আগে। গতবার ভোটে লড়ার সুযোগ না পেলেও বীরামগাম আসন থেকে এবার পদ্ম শিবিরের প্রার্থী হিসেবে লড়ছেন হার্দিক। প্রথমে পিছিয়েও পড়েছিলেন। কিন্তু বেলা গড়াতেই ছবিটা পাল্টে যায়। শেষ পর্যন্ত নিকটতম প্রতিদ্বন্দ্বীকে থেকে প্রায় ৩৪ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন হার্দিক প্যাটেল।

হার্দিকের পরেই যাঁর দিকে নজর ছিল তিনি অল্পেশ ঠাকুর। কংগ্রেস প্রার্থী হিসেবেই অল্পেশ গতবার বিধায়ক হয়েছিলেন।কিন্তু এবার দল বদলে দক্ষিণ গান্ধীনগর থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। প্রত্যাশা মতো জয়ও পেয়েছেন। প্রায় ২৬ হাজার ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীকেহারিয়েছেন অল্পেশ ঠাকুর।

অল্পেশের পরেই আলোচনায় ছিলেন জিগনেশ মেভানি। এই ত্রয়ীর মধ্যে জিগনেশ একমাত্র প্রার্থী, যাঁকে প্রবল চাপ দিয়েও নিজেদের দিকে টানতে পারেনি গেরুয়া শিবির।গতবার কংগ্রেসের সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে লড়লেও এবার তিনি সরাসরি কংগ্রেসের প্রতীকে লড়েছেন ভদগাম কেন্দ্র থেকে। সেই জিগনেশ মেভানি কিন্তু গণনা শুরু হতেই পিছিয়ে যেতে থাকেন। প্রায় হারের দোরগোড়ায় চলে গিয়েও শেষ ল্যাপে বাজিমাত করেন জিগনেশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী মণিভাই জেঠাভাই বাঘেলাকে প্রায় ৪ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তিনি।

এই তিনজনের পাশাপাশি এবার শুরু থেকে যিনি নজরে ছিলেন, তিনি হলেন রিভাবা জাদেজা। তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা। বিজেপি এবার চমক দিয়ে
জামনগর উত্তর কেন্দ্র থেকে রিভাবাকে ভোটে দাঁড় করায়। ৪৬ হাজারের বেশি ব্যবধানে মসৃণ জয় তুলে নেন তিনি।

আরও পড়ুন:SSKM-এ একগুচ্ছ পরিষেবার উদ্বোধন-শিলান্যাস মুখ্যমন্ত্রীর

 

 

spot_img

Related articles

সুখবর! বেতন বৃদ্ধি হচ্ছে এসএসকে-এমএসকে শিক্ষকদের, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

নতুন বছরে সুখবর এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য। পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে। এই...

নন্দীগ্রামে ‘দাগি’র মামলায় বাতিল ২০১৬-র প্যানেল ! বিস্ফোরক অভিযোগ 

২০১৬-র শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। যার জেরে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রাজ্যের...

তামিমকে অপমান, ক্রিকেটারদের কড়া অবস্থানে কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল বিসিবি

টি২০ বিশ্বকাপের আগে গৃহযুদ্ধে জেরবার বাংলাদেশ ক্রিকেট। কর্তা বনাম ক্রিকেটারদের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেটারকে অসম্মান করার...

খসড়া তালিকা প্রকাশ না করলে গণ-আন্দোলন বাংলা থেকে দিল্লি: নন্দীগ্রামে হুঙ্কার অভিষেকের

লজিক্যাল ডিসক্রেপেন্সির তালিকা প্রকাশ না করলে তৃণমূল গণ-আন্দোলন গড়ে তুলবে। শুধু কলকাতায় নয়, আন্দোলন আছড়ে পড়বে দিল্লিতেও। বৃহস্পতিবার...