SSKM-এ একগুচ্ছ পরিষেবার উদ্বোধন-শিলান্যাস মুখ্যমন্ত্রীর

চারদিনের দিল্লি সফর সেরেই সোজা SSKM-এ গিয়ে একগুচ্ছ পরিষেবার উদ্বোধন-শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। বৃহস্পতিবার, বিকেল সাড়ে চারটে নাগাদ এই পরিষেবার উদ্বোধন-শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। একনজরে তালিকা-

উদ্বোধন
• নতুন করে গড়ে ওঠা ১০০ বেডের শিশুবিভাগ।
• সরকারি উদ্যোগে পূর্ব ভারতের প্রথম স্পোর্টস মেডিসিন ওয়ার্ড।
• বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে-এ ১২৮ স্লাইস সিটি স্ক্যান মেশিন।
• ৩৩.৬ কিলো ভোল্টের বৈদ্যুতিক সাব স্টেশন।

শিলান্যাস
• ১২৪ বেডের দশতলা ব্যক্তিগত কেবিন সম্বলিত বিল্ডিং, যেখানে থাকবে, আউটডোর, ল্যাবরেটরি, রেডিওলজিক্যাল সার্ভিস ও অপারেশন থিয়েটার।
• পড়ুয়াদের জন্য ৭তলা হস্টেল বিল্ডিং।
• ক্যান্সারের আধুনিক চিকিৎসা ব্যবস্থা-সহ দশতলা ক্যান্সার হাব।
• কলকাতা পুলিশ হাসপাতালে পঞ্চাশ বেডের ক্রিটিক্যাল কেয়ার ব্লক, যেখানে থাকছে অপারেশন থিয়েটার, ডায়ালেসিস, জরুরি বিভাগ ও আইসোলেশন ওয়ার্ড।

 

 

Previous articleহাতে পোস্টার নিয়ে বিয়ের আসরে অভিনব বার্তা নব দম্পতির!
Next articleগুজরাত ভোটের ফলাফলে ফের চর্চায় হার্দিক-অল্পেশ-জিগনেশ, জাদেজার স্ত্রী রিভাবা