হাতে পোস্টার নিয়ে বিয়ের আসরে অভিনব বার্তা নব দম্পতির!

সঞ্জয় বলছেন, নাড়া পোড়ানোয় ধোঁয়ার বিষ ছড়াচ্ছে পরিবেশে। তা ছাড়া, এতে জমির উর্বরাশক্তিও কমে যাচ্ছে। তাই নাড়া পোড়ানোর কুফল সম্পর্কে বিয়ের অনুষ্ঠানে হাজির অতিথিদের সচেতন করেছেন বলে জানান সঞ্জয়।

বিয়ের মরশুমে (Wedding Season) নিত্য নতুন আইডিয়া নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন দম্পতিরা। কিন্তু এবার একসঙ্গে নবজীবনের অঙ্গীকার করার পাশাপাশি পরিবেশকে সুস্থ রাখার অঙ্গীকার করলেন পূর্ব বর্ধমানের(East Bardhaman) মেমারি এক নম্বর ব্লকের বাসিন্দা মামুদপুরের সঞ্জয় ঘোষ (Sanjay Ghosh)এবং তাঁর স্ত্রী সুদেষ্ণা ঘোষ (Sudeshna Ghosh)। বিয়ের অনুষ্ঠানে হাতে পোস্টার নিয়ে আগতদের অতিথিদের অনুরোধ করলেন, ‘পরিবেশ বাঁচান। নিজে বাঁচুন। নাড়া না পুড়িয়ে জমির উর্বরতা শক্তি ধরে রাখুন’।

বঙ্গ জুড়ে এখন চারিদিকে বিয়ের আবহ। শীতের দাপট দেখা যাক বা না যাক , বিভিন্ন অনুষ্ঠান বাড়ি ঝলমলে আলোয় সেজে রয়েছে। প্রতিটি বিয়ের লগ্নেই একাধিক বিয়ের ছবি পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই আবহে একটু ব্যতিক্রমী ভাবনা সঞ্জয় ও সুদেষ্ণার। তাঁদেরকে মতে এলাকার কাউকে নাড়া পোড়াতে দেওয়া যাবে না। প্রয়োজনে পোস্টার ছাপিয়ে প্রচার চলবে। এমনকি বাড়ি গিয়ে নাড়া না পোড়ানোর অনুরোধ করবেন বলেও জানিয়েছেন তাঁরা। সঞ্জয়ের পরিবারের সকলেই চাষের কাজের সঙ্গে যুক্ত। সঞ্জয় বলছেন, নাড়া পোড়ানোয় ধোঁয়ার বিষ ছড়াচ্ছে পরিবেশে। তা ছাড়া, এতে জমির উর্বরাশক্তিও কমে যাচ্ছে। তাই নাড়া পোড়ানোর কুফল সম্পর্কে বিয়ের অনুষ্ঠানে হাজির অতিথিদের সচেতন করেছেন বলে জানান সঞ্জয়। তাঁদের এই আহ্বানকে সাধুবাদ জানাচ্ছেন পরিবেশবিদরা।

 

Previous articleনার্সদের ট্রেনিং দিয়ে পদমর্যাদা বৃদ্ধি, বেসরকারি কলেজের ডাক্তারদের অতিরিক্ত প্রশিক্ষণ: উদ্যোগের কথা ঘোষণা মমতার
Next articleSSKM-এ একগুচ্ছ পরিষেবার উদ্বোধন-শিলান্যাস মুখ্যমন্ত্রীর