Tuesday, August 26, 2025

সস্ত্রীক বিমান বিভ্রাটের শিকার চিকিৎসক-অভিনেতা কিঞ্জল! কলকাতা ফেরার চেষ্টায় নাকাল

Date:

Share post:

দার্জিলিং থেকে স্ত্রীকে নিয়ে ফেরার পথে বিমান বিভ্রাটের শিকার চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। শনিবার, দুপুর ২টোর ‘ইন্ডিগো এয়ারলাইন্সে’র বিমানে কলকাতা ফেরার কথা ছিল চিকিৎসক-দম্পতির। কিন্তু এরপরেই ঘটে বিভ্রাট। নিজের ফেসবুক পেজ (Facebook Page) থেকে লাইভ (Live) করে বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

কিঞ্জল জানান, হঠাৎ দুপুর বারোটা নাগাদ তাঁকে ইন্ডিগো-র তরফ থেকে জানানো হয়, তাঁদের সিট নম্বর পরিবর্তন করা হয়েছে। এর মিনিট পাঁচেক পরেই তাঁদেরকে বলা হয়, তাঁদের টিকিট বাতিল হয়ে গিয়েছে। রবিবার, কিঞ্জল এবং তাঁর স্ত্রী দুজনকেই হাসপাতালের কাজে যোগ দিতে হবে। ফলে এই পরিস্থিতিতে আতান্তরে পড়েন তাঁরা। চিকিৎসক-অভিনেতার অভিযোগ, বিমান সংস্থায় অভিযোগ জানালেও কোনও সুরাহা মেলেনি। ইন্ডিগো (Indigo) তরফ থেকে বলা হয়, উল্টে যেহেতু তাঁরা ‘মেক মাই ট্রিপ’ (Make My Trip) থেকে টিকিট কেটেছিলেন, সুতরাং ওই সংস্থাই তাঁদের টিকিট ক্যানসেল করেছে। কিন্তু পরে কিঞ্জল জানতে পারেন, মেক মাই ট্রিপ নয়, টিকেট বাতিল করেছে বেসরকারি বিমান সংস্থাই।

শুধু কিঞ্জল বা তাঁর স্ত্রীই নয়, ৬জনের টিকিট বাতিল করা হয়। তাদের মধ্যে দুজন রোগী রয়েছেন, একজন বৃদ্ধা রয়েছেন। এই পরিস্থিতিতে কোথাও কোনও সাহায্য পাননি বলে অভিযোগ করেছেন কিঞ্জল। যেকোনো ভাবেই কলকাতা ফেরার চেষ্টা করছেন চিকিৎসক দম্পতি। কিন্তু কিঞ্জলের প্রশ্ন, বিমান সংস্থার এই ‘অনৈতিক’ কাজের জন্য তাঁদের যে হেনস্থা হতে হচ্ছে, তার দায় কে নেবে? চিকিৎসক হিসেবে রোগীর প্রতি তাঁরা দায়বদ্ধ। কিন্তু এই বিমান বিভ্রাটের জেরে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। শনিবারের মধ্যে, যেনতেন প্রকারে কলকাতায় ফেরার চেষ্টা করছেন তিনি। ইন্ডিগোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চান চিকিৎসক-অভিনেতা। সামাজিক মাধ্যমের বন্ধুদের কাছে এ বিষয়ে পরামর্শ চেয়েছেন তিনি।

spot_img

Related articles

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি, সাসপেন্ড পূর্ব বর্ধমানের ASI!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের...

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...