ব্যবসায়ীর বাড়িতে হঠাৎ হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কিন্তু এ কী, সিবিআই (CBI) আধিকারিক বলে পরিচয় দিলেও হাতে ধরা ডান্ডা। স্বভাবতই বেশ কিছুটা ঘাবড়ে গেছিলেন ব্যবসায়ী (Businessman)। আর এই সুযোগকেই কাজে লাগাল ‘সিবিআই’ (CBI)সেজে আসা দু*ষ্কৃতীরা। বাড়ি তল্লাশির নামে নগদ প্রায় ৩০ লক্ষ টাকা ও প্রচুর সোনার গয়না নিয়ে চম্পট দিল দু*ষ্কৃতী দলের সাত-আট জন সদস্য। সাত সকালে ভবানীপুর (Bhawanipur)রূপচাঁদ মুখার্জি লেনের এক ব্যবসায়ীর বাড়িতে এই ঘটনা ঘটায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কলকাতার বুকে এমন ঘটনায় নড়ে বসেছে পুলিশ প্রশাসন (Kolkata Police)।

এক ঝলকে ঘটনার কথা শুনে অনেকেরই বলিউড অভিনেতা অক্ষয় কুমারের একটি সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে। অনেকটা যেন সেই ছবির বাস্তব সংস্করণ চোখে পড়ল এবার। ব্যবসায়ীর নাম সুরেশ ওয়াধা (Suresh Wayadha)। সূত্র মারফত জানা যায়, ‘পুলিশ’ লেখা গাড়ি করে ৬-৭ জন আচমকাই ব্যবসায়ীর বাড়িতে হানা দেন এবং নিজেদের CBI আধিকারিক বলে পরিচয় দিয়ে বাড়ি তল্লাশির কথা বলেন। সন্দেহ এড়াতে ব্যবসায়ীর সামনে তাঁরা ‘ সিজার’ লিস্টও বানায় বলে জানা যায়। তবে এর কোনও কপি ব্যবসায়ীকে দেওয়া হয় নি বা কী কারণে এই তল্লাশি সেইসব কিছুই তাঁকে জানান হয় নি। আর এতেই সন্দেহ বাড়ে সুরেশ ওয়াধার। এরপর ‘নকল’ সিবিআই অফিসারেরা চলে যেতেই সোজা ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঐ ব্যবসায়ী। তদন্তে নেমেছে পুলিশ। ব্যবসায়ীর পরিচিত কেউ এই ঘটনায় জড়িয়ে আছেন কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে।
