Monday, August 25, 2025

New Delhi : ভারত- চিন সং*ঘর্ষ নিয়ে সংসদে কেন্দ্রের জবাব চাইল তৃণমূল

Date:

Share post:

অরুণাচল সীমান্তের সংঘর্ষের (India China Arunachal Clash) আঁচ এবার সোজা নয়া দিল্লিতে (New Delhi)। ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে পরিস্থিতির অবনতি নিয়ে এবার কেন্দ্রের কাছে জবাব চাইল রাজ্যের শাসকদল। কেন্দ্রের বিজেপি সরকারের কাছে এই মর্মে স্পষ্ট বিবৃতির দাবি জানান হয়েছে বলেই তৃণমূল সূত্রে খবর। মঙ্গলবার সংসদের শীতকালীন অধিবেশনের (Parliament Winter Session 2022) শুরুতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভায় ২৬৭ নম্বর ধারা অনুযায়ী একটি নোটিশ দিয়েছে। সকাল ১১টা থেকে বেলা ২টোর মধ্যে রাজ্যসভায় (Rajya Sabha) এই মর্মে বিবৃতির আর্জি জানিয়েছেন তাঁরা।

গত ৯ ডিসেম্বর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (Line of Actual Control)সংলগ্ন তাওয়াং সেক্টরে আগ্রাসী মনোভাব দেখায় লালফৌজ। ভারতীয় জওয়ানরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। দু’তরফেরই একাধিক সেনার আহত হওয়ার খবর মিলেছে। ২০২১ সালে অক্টোবর মাসেও একই এলাকায় ঢুকে পড়েছিল বহু সংখ্যক চিনা সেনা (PLA)।সেই সময়ও দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। তবে সেবার এত মারাত্মক আকার নেয়নি সংঘর্ষ। এবার দু’পক্ষের মধ্যে জোরদার সংঘর্ষ বাঁধে বলেই সূত্রের খবর। অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দুই দেশের বাহিনীক মধ্যে হওয়া খণ্ডযুদ্ধের পর আজ ফৌজের তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একদিকে যখন ভারত-চিন সীমান্তে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করছে মোদি সরকার তখন এহেন পরিস্থিতিতে লালফৌজের আগ্রাসী মনোভাব বেজিংয়ের উদ্দেশ্য স্পষ্ট করে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই বিষয়ে ভারতের তরফ থেকে ঠিক কী কী প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে তা জানতে চেয়ে তৃণমূলের পাশাপাশি সুর চড়িয়েছে জাতীয় কংগ্রেসও।

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...