Thursday, August 28, 2025

শান্তিপুরে সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়নের প্রথম রাজ্য সম্মেলন নিয়ে আশাবাদী তাঁত শিল্পীরা

Date:

Share post:

কেন্দ্রের শ্রমিক বিরোধী নীতির ফলে সমস্যার সম্মুখীন বাংলার তাঁত শিল্পীরা।অভিযোগ, মোদি সরকার একতরফা তুলো রফতানি করছে।যার ফলে ক্রমেই বাড়ছে সুতোর দাম, ভুগছেন তাঁত শিল্পীরা। কেন্দ্রের এই ভ্রান্তনীতির বিরুদ্ধে শুক্রবার শান্তিপুর স্টেডিয়ামে আইএনটিটিইউসি অনুমোদিত সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়নের প্রথম রাজ্য সম্মেলনে প্রতিবাদে সরব হলেন ২ হাজার শ্রমিক।এরই পাশাপাশি, এদিন  তাঁত শিল্পীদের সমবায়কে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রসঙ্গেও আলোচনা হয়।এদিনের সম্মলনে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক ব্রজকিশোর গোস্বামী প্রমুখ।

মধ্যস্থতাকারীর বদলে তাঁতিদের সমবায় থেকে সরাসরি বস্ত্র কেনা হলে তাঁদের লাভ বাড়বে বলে মত পোষণ করেন একাধিক বক্তা।আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য সম্মলনের এই মডেল আমরা শুরু করেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায়। হলদিয়া দিয়ে শুরু। এরপর চা-বলয়ে শ্রমিক সমস্যার সমাধানেও হয়েছে সম্মেলন। এবার তাঁত শিল্পীদের জন্য। এই সম্মেলনে ১৭ জন তাঁত শিল্পী তাদের সমস্যার কথা বলেছেন। তাদের বক্তব্য রাজ্যসরকারের কাছে পৌঁছে দেওয়া হবে।

কেন্দ্রকে তুলোধনা করে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার পুঁজিপতিদের ঋণ মকুব করেছে কিন্তু শ্রমিকদের কথা ভাবছে না। তাঁত শিল্পীদের দীর্ঘদিনের বঞ্চনা নিয়ে বামফ্রন্টকে তীব্র কটাক্ষ করেন মন্ত্রী মলয় ঘটক। বলেন,  দীর্ঘ ৩৪ বছরে সমবায় আন্দোলনের কথা বললেও আদতে এ নিয়ে ভাবেনি সিপিএম। যার ফলে রাজ্যে  যেকটি সমবায় রয়েছে তার মধ্যে ৭৫ ভাগ সমবায় অকেজো হয়ে গিয়েছে। আমাদের  প্রথম এবং প্রধান কাজ হল সমবায়গুলিকে আবার চাঙ্গা করে তোলা।রাজ্য সরকার তাঁত শিল্পীদের আইকার্ড তৈরি করছে। এর মাধমে আমরা তাঁত শিল্পীদের সঠিক হিসাব পাব।

spot_img

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...