Monday, November 3, 2025

পতঞ্জলি সহ ভারতীয় ওষুধ প্রস্তুতকারক ১৬ সংস্থাকে কালো তালিকাভুক্ত করল নেপাল

Date:

Share post:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) মানদন্ড পূরণে ব্যর্থ। আর সেকারণেই ১৬টি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে কালো তালিকাভুক্ত (Black list) করল নেপালের (Nepal) ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দফতর (Drug Administration Department)। ১৮ ডিসেম্বর এই মর্মে নোটিশ জারি করা হয়েছে। তালিকায় উঠে এসেছে রামদেবের (Ramdev) দিব্যা ফার্মেসি (Divya Pharmacy), যা পতঞ্জলি (Patanjali) নামে পরিচিত। একইসঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে র্যা ডিয়েন্ট পেরেন্টেরালস লিমিটেড, মার্কারি ল্যাবরেটরিজ লিমিটেড, অ্যালায়েন্স বায়োটেক, জি ল্যাবরেটরিজ, ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেড, জিএলএস ফার্মা, আইপিসিএ ল্যাব-সহ একাধিক ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার নাম।

ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দফতরের পক্ষ থেকে নেপালের ওষুধ ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন দ্রুত কালো তালিকাভুক্ত ভারতীয় সংস্থাগুলির ওষুধ বাজার থেকে ফিরিয়ে নেন। একই সঙ্গে নির্দেশিকায় উল্লেখ রয়েছে ওই কোম্পানিগুলির ওষুধ ভবিষ্যতে নেপালে আর আমদানি করা যাবে না। ১৯ ডিসেম্বর নেপাল স্বাস্থ্য দফতরের তরফ থেকে আরও একটি নোটিশ জারি করা হয়। নোটিশে ভারতের গ্লোবাল হেলথকেয়ারের (Global healthcare) ৫০০ মিলিলিটার এবং ৫ লিটারের হ্যান্ড স্যানিটাইজারের (Hand Sanitizer) ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ভারতে ওষুধ ও স্বাস্থ্য সংক্রান্ত একাধিক পণ্য উৎপাদনের মান।

উল্লেখ্য, নেপাল সরকারের (Nepal Government) কাছে ওষুধ বিক্রির জন্য আবেদন করেছিল বেশ কিছু ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা। ওষুধ প্রস্তুতকারী কোম্পানিরগুলির যাবতীয় প্রক্রিয়া খতিয়ে দেখতে এপ্রিল ও জুলাই মাসে ভারতে আসেন নেপালের স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদন্ড যথাযথভাবে রক্ষিত হচ্ছে কিনা তাও দেখেন তাঁরা। এর ভিত্তিতেই নেপালে ফিরে গিয়ে ১৮ ডিসেম্বর কালো তালিকা প্রকাশ করেন তাঁরা।

 

 

spot_img

Related articles

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...

একসাথে লড়াই হবে: শোভন-বৈশাখীকে স্বাগত অভিষেকের, পদ নিয়ে দলের ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত

তৃণমূল ভবনে আনুষ্ঠিকভাবে দলে যোগ দিয়েই কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করতে...