Saturday, November 8, 2025

পর্যাপ্ত জল-খাবার নেই! ইউক্রেন যুদ্ধে দুর্বিষহ অবস্থা রুশ সেনাদের

Date:

Share post:

ইউক্রেনের উপর হামলা চালানোর পর পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করেছিলেন, তাঁদের একমাত্র লক্ষ্য ইউক্রেনের রাজধানী কিভ দখল করা। কিন্তু কিভ-মস্কো যুদ্ধের এক বছরের দোরগোড়়ায় এসে তেড়েফুঁড়ে নিজেদের চূড়ান্ত লক্ষ্যপূরণে মরিয়া রাশিয়া। এর জন্য নিজেদের রণকৌশলও ইতিমধ্যেই বদলে ফেলেছে মস্কো। কিন্তু এসবের মাঝেই বিস্ফোরক অভিযোগ সামনে আনল রুশ সেনাবাহিনী। জানা গিয়েছে, সেনারা তাঁদের পরিবারকে জানিয়েছেন তাঁদের জন্য খুব অল্প খাবার এবং জল পর্যাপ্ত রয়েছে। পাশাপাশি তাঁদের মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন বিস্ফোরক তথ্য সামনে এসেছে। মূলত গার্ডিয়ানের প্রতিবেদনটি সৈন্যদের সঙ্গে তাঁদের পরিবারের ফোন কলের উপর নির্ভর করেই তৈরি হয়েছে। তবে এই সমস্ত ফোন কলগুলির ইউক্রেনের সামরিক বাহিনী সবরকমভাবে প্রতিরোধ করত বলেও অভিযোগ উঠেছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রায় ১০ মাসেরও বেশি সময় ধরে চলছে। ইতিমধ্যে প্রবল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে রাশিয়াকে। স্বাভাবিকভাবেই পিছু হঠতে বাধ্য হয়েছে রুশ সেনাও। তবে রাশিয়ার শীর্ষ নেতৃত্ব নিজেদের পুরনো অবস্থান থেকে এক বিন্দুও সরতে নারাজ। ইতিমধ্যে তাঁরা সংরক্ষকদের জন্য খসড়াও তৈরি করেছে। গত মাসেই একটি ফোন কল সামনে আসে। যেখানে এক সৈনিককে তাঁর মাকে বলতে শোনা যায়, কেউ আমাদের কিছু খেতে দেয়না মা। সত্যি বলতে কি আমাদের এখানে খাবার সরবরাহের প্রক্রিয়া অত্যন্ত বাজে। আমাদের জল খেতে গিয়েও কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা মাটির গর্ত থেকে জল টেনে নিয়ে আসি এবং তারপর আমরা তা কাপড় দিয়ে ছেঁকে খাই। এরপরই তাঁর মা কান্নায় ভেঙে পড়েন।

অন্যদিকে, গত ৬ নভেম্বর থেকে এরকম আরেকটি কথোপকথনে এক ব্যক্তি তার নিহত ছেলের সহকর্মীদের সাথে কথা বলেন। তাঁরা জানান, আমাদের কোনওভাবেই পিছু হটতে দেওয়া হয়নি। অন্যথায়, আমাদের গুলি করা মারা হত। এদিকে শুক্রবার রাত থেকেই ইউক্রেনের রাজধানীকে নিশানা করে ৭০টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনা। ইউক্রেনের তরফে আরও দাবি করা হয়েছে, শীতের মধ্যেই কিভ দখলের লক্ষ্যে মাঠে নেমেছে প্রায় ২ লক্ষ রুশ ফৌজ। একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানান, নতুন বছরের গোড়াতেই কিভ দখলের লড়াইয়ে নামতে কৌশলগত প্রস্তুতি শুরু করেছে প্রায় ২ লক্ষ রুশ সেনা। আগামী ২৪ ফেব্রুয়ারি রুশ হামলার বর্ষপূর্তি। তার আগেই রাজধানী কিভ দখল করতে চায় রাশিয়া।

 

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...