Tuesday, November 11, 2025

নেই বিরোধীদের উদ্যোগ, আপাতত স্থগিত রাজ্যের নদী ভাঙন মোকাবিলায় একযোগে দিল্লি যাওয়ার কর্মসূচি

Date:

Share post:

রাজ্যের নদী ভাঙন সমস্যা নিয়ে শাসক এবং বিরোধী শিবিরের বিধায়কদের একযোগে দিল্লি যাওয়ার কর্মসূচি চলে গেলো ঠান্ডা ঘরে। বিরোধীদের কাছ থেকে কোনও রকম সাড়া না পাওয়ায় আপাতত ওই কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে বলে জানিয়েছেন ওই প্রস্তাবের প্রস্তাবক তথা রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) জবাবের অপেক্ষায় আটকে আছে দিল্লি দরবার। জবাব দেননি তিনি।

ঠিক হয়েছিল দিল্লিতে যাবে রাজ্যের সর্ব দলীয় প্রতিনিধি দল। বিরোধী শিবিরের কে কে যাবেন তা জানতে চেয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ফোন করেছিলেন শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু তাঁকে চিঠি দিতে বলেছিলেন। তবে সেই চিঠি গেলেও মেলেনি বিরোধী দলনেতার উত্তর। বুধবার শোভনদেব বলেন, শুভেন্দুর জবাব না মেলায় রাজ্য সর্ব দলীয় প্রতিনিধি দল পাঠাতে পারছে না দিল্লিতে। এদিন শোভন দেব বাবু বলেন, একদিকে এখন উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে, তা জানুয়ারী মাসভর চলবে। তারপর ১০ই ফেব্রুয়ারী রাজ্য বাজেট। ৬ই ফেব্রুয়ারী রাজ্য বাজেট শুরু করবেন রাজ্যপাল। সেটা শেষ হবে প্রায় মার্চ মাসে। আমি শুভেন্দু অধিকারী কে লিখিত ভাবে জানিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী আমাকে কোনো উত্তর দেয়নি। তাই এখুনি দিল্লী যাওয়া হচ্ছে না। উল্লেখ্য, নদী ভাঙন নিয়েও সর্ব দলীয় প্রতিনিধি দলের দিল্লি দরবারের কথা। রাজ্যের প্রতিনিধি দলে থাকবেন ৭ তৃণমূল বিধায়ক এবং ৫ বিজেপি বিধায়ক। এখন অপেক্ষা আদৌ জবাব আসে কি না, তা দেখার।

আরও পড়ুন- বিজেপির দুই ভাড়াটে সেনা কংগ্রেস-সিপিআইএম: বিরোধীদের এক তিরে বিঁধলেন তৃণমূল মুখপাত্র

spot_img

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...