Tuesday, August 26, 2025

তামিলনাড়ুতে দলিতদের জন্য বরাদ্দ পানীয় জলের ট্যাঙ্কে মল! অসুস্থ শিশু সহ একাধিক

Date:

Share post:

পানীয় জলের (Drinking Water) ট্যাঙ্কে (Tank) ব্যাপক পরিমাণে মানুষের মলের স্তূপ (Feces)। গ্রামে বসবাস করেন মেরেকেটে শ’খানেক সদস্যের এক গোষ্ঠী। পানীয় জল বলতে গ্রামের ওই ট্যাঙ্কই ভরসা। প্রতিদিনই ট্যাঙ্কের জল খেয়ে দিনযাপন করেন গ্রামে বসবাসকারী মানুষজন। তবে দোষের মধ্যে একটা তাঁরা দলিত (Dalit)। আর সেকারণেই তাঁদের উপর নেমে এসেছে এমন শাস্তির খাঁড়া। ইতিমধ্যে সেই জল খেয়ে বেশ কয়েক জন শিশু-সহ গ্রামের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এরপরই ওভারহেড ট্যাঙ্কটিকে পরীক্ষা করা হয়। তখনই জেলা প্রশাসনের নজরে আসে মানুষের মলে বোঝাই ট্যাঙ্কটি। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে (Investigation) নেমেছে স্থানীয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী।

তামিলনাড়ুর (Tamil Nadu) পুদুক্কোটাই গ্রামের ১০ হাজার লিটারের ওই জলের ট্যাঙ্কটি ব্যাবহার করেন ১০০ জনেরও বেশি মানুষ। গত মঙ্গলবার যার ভেতর থেকে উদ্ধার হয় মানুষের মল। যদিও গ্রামবাসীদের অভিযোগ, ঘটনার কথা জানতে পারা মাত্রা কড়া মনোভাব দেখিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। ওই গ্রামে যে জাতপাত নিয়ে ব্যাপক গোড়ামি রয়েছে তাও টের পেয়েছেন আধিকারিকরা। এদিকে ঘটনার খবর পেয়েই ওই গ্রামে পৌঁছন জেলাশাসক। ঘটনাটি শুনে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন তিনি। তবে তিনি গ্রামে গিয়ে দেখেন উচ্চবর্গীয়দের বহু অত্যাচার দিনের পর দিন সহ্য করে আসছেন এ গ্রামের দলিত বাসিন্দারা। গ্রামেরই একটি চায়ের দোকানে বর্তমান দিনেও উচ্চবর্গীয়দের সঙ্গে বসে চা খেতে পারেন না জনজাতি শ্রেণিভুক্ত বাসিন্দারা। শুধু তাই নয়, উচ্চবর্গীয়রা যে কাপে চা খান, সেই কাপও ব্যবহার করার অধিকার নেই তাঁদের। চায়ের দোকানে তাঁদের জন্য রাখা থাকে অন্য কাপ। দোকানে এসে চা খেতে হলে সেই কাপেই চা ঢেলে খান তাঁরা। পাশাপাশি গ্রামের জনজাতি সম্প্রদায়ভুক্তদের মন্দিরে প্রবেশের অধিকারও নেই।

তবে কারা দলিতদের জলের ট্যাঙ্কে মানুষের মল ফেলল, সেবিষয়ে দলিত গ্রামবাসীদের প্রশ্ন করা হলে, সরাসরি উচ্চবর্ণের মানুষকে দোষী সাব্যস্ত করেননি তাঁরা। তবে তাঁদের উপর চলা অত্যাচারের বিহিত চেয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, ট্যাঙ্কের ভিতরে এত বেশি পরিমানে মলের স্তূপ ফেলা হয়ছিল যে পুরো জলটাই হলুদ হয়ে গিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত অপরাধীদের শনাক্ত করা যায়নি বলে পুলিশ সূত্রে খবর।

 

 

spot_img

Related articles

বনতারায় কতটা সুরক্ষিত পশুরা: জানতে SIT গঠন সুপ্রিম কোর্টের

বিপদগ্রস্ত পশুদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রীর নজর কাড়ার চেষ্টা চালিয়েছিল গুজরাটের বনতারা (Vantara)। এবার প্রশ্ন উঠেছে সেখানে দেশের ও...

কীভাবে দুর্নীতিবাজদের সমর্থন করতে হয় মোদিকে দেখে শিখুন! তীব্র কটাক্ষ তৃণমূলের

দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে বাংলায় এসে বড় বড় কথা বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুর্নীতিবাজদের সঙ্গে সর্বক্ষণ...

ট্রাম্পের শুল্কবাণে অস্থিরতা শেয়ার বাজারে! পড়ছে সেনসেক্স-নিফটি

আমেরিকার(USA) ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ধরাশায়ী শেয়ার বাজার(Share Market)। দেশের শেয়ার বাজারে ব্যাপক ধস। দুপুর...

‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা কেন? গর্জে উঠলেন মমতা

ভিনরাজ্যে ‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। মঙ্গলবার, বর্ধমান শহরের পরিষেবা প্রদান মঞ্চ...