Wednesday, August 27, 2025

ভাই বিজেপি করে বলেই চক্রান্ত! অদ্ভুত দাবি “ভুয়ো” তালিকায় নাম থাকা শিক্ষকের

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভুয়ো শিক্ষকদের তালিকা। এবার সেই তালিকায় জ্বলজ্বল করছে মাল ব্লকের ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলার শিক্ষকের। সামাজিক মাধ্যমে ঘুরছে ওই শিক্ষকের ওএমআর শিটটিও। যদিও গোটা বিষয়টিকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন ওই শিক্ষক। রাজ্যে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির পর্দা ফাঁস হওয়ার পর “ভুয়ো শিক্ষক”দের তালিকায় নাম ভাসছে সৌরভ সামের।

জানা গিয়েছে, বর্ধমানের বাসিন্দা সৌরভ সাম ২০১৯ সালের ১২ জুন ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলার শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ভুয়ো তালিকায় নাম বের হওয়ার পরও ওই শিক্ষক নিয়মিত স্কুলে আসছেন।

এদিকে, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ওএমআর শিটে ওই শিক্ষক এবং ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নাম থাকায় স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে কৌতূহলী বেড়েছে বিভিন্ন মহল। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌরভ সামের দাবি, “এটা একটা রাজনৈতিক চক্রান্ত। বর্ধমান জেলায় আমার ভাই বিজেপির একটি পদে রয়েছে। সেই হিসেবে যারা ওকে সহ্য করতে পারে না তারা হয়তো এসব করছে। আমার নাম বিভিন্ন জায়গায় খবর হচ্ছে।”

তাঁর আরও দাবি, “সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওএমআর শিটের স্ক্যান কপিতে যা দেখা যাচ্ছে তার সঙ্গে আমার পরীক্ষা দেওয়া (২০১৬) ওএমআর সিটের উত্তরপত্র খানিকটা মিলছে এবং খানিকটা মিলছে না। কমিশনের ওয়েব সাইটে দেওয়া ওএমআর সিট ও অরিজিনাল ওএমআর সিটেরমিলিয়ে দেখব। এর জন্য যা আইন লড়াই করার তা করব। আমি অরিজিনাল কপি দেখার অপেক্ষায় রয়েছি। আমার মনে কোনও ভয় বা সংশয় নেই। এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও নির্দেশ আমার কাছে আসেনি। নির্দেশ আসার পর পরবর্তী পদক্ষেপ ঠিক করব।”

spot_img

Related articles

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...