Saturday, August 23, 2025

আবাসে ১ টা অনিয়ম দেখান, ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেব: চ্যালেঞ্জ চন্দ্রিমা-পার্থর

Date:

Share post:

আবাস যোজনায়(Abas Yojna) ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে বিরোধীদের তরফে। রাজ্য বিজেপির(BJP) ষড়যন্ত্রে আটকে দেওয়া হয়েছে বাংলার বরাদ্দ টাকা। এই ইস্যুতেই বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুর চড়ালেন তৃণমূল(TMC) বিধায়ক তথা রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya) ও পার্থ ভৌমিক(Partha Bhoumik)। স্পষ্ট ভাষায় জানালেন, ব্যাপক দুর্নীতি হয়েছে বলে ধোঁয়া না তুলে, আবাস যোজনায় একটাও অনিয়ম হয়ে থাকলে প্রকাশ্যে আনুন। নাম, ঠিকানা, ফোন নম্বর সহ বলুন কোথায় দুর্নীতি হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসন ও দলের তরফে ব্যবস্থা নেওয়া হবে।

চন্দ্রিমা ভট্টাচার্য যা বললেন…
আবাস যোজনা প্রকল্পে ৬০ শতাংশ কেন্দ্র দেয়, ৪০ শতাংশ রাজ্য দেয়।
রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করে।
টাস্ক ফোর্স রয়েছে পাশাপাশি সংশ্লিষ্ট দফতরের সকলে এই কাজে করেন।
চারিদিকে ধোয়া তুলছে এই যোজনায় দুর্নীতির
১৮ সালের সার্ভেতে যারা ছিল তারা যদি এখন ছাদ পাকা করে সেটা খারাপ? নাকি ৫ বছর কেন্দ্র টাকা আটকে রাখল সেটা খারাপ?
২০১৮ সালের শর্ত কি ২০২৩ সালে পরিবর্তন হয়েছে?
একদিকে মোবাইল থাকলে আবাসে নাম থাকবে না, অথচ ডিজিটাল ইন্ডিয়ার গল্প করছে।
বাড়ি বাড়ি রান্নার গ্যাসের কথা বলছে আবার বাড়িতে রান্নার গ্যাস থাকলে আবাসে নাম থাকবে না। এটা দ্বিচারিতা ছাড়া কী?
নামের গেরোয় টাকা দেবে না এটা কোন আইনে বলে?
আমরা আবাস যোজনাকে গুরুত্ব দেই তাই ২ জানুয়ারি দিদির সুরক্ষা কবচে আবাস যোজনা অন্তর্ভুক্ত।
দুর্নীতিকে আমরা মদত দেই না। যদি কেউ দুর্নীতি করে তবে শাস্তি হবে।
কিন্তু কোনও প্রধানের পরিবারের কেউ যদি প্রাপক হয় তাহলে সে পাবে না এটা কী ধরনের কথা?

পার্থ ভৌমিক যা বললেন…
সবাই দেখেছে কিভাবে বন্দে ভারত নিয়ে বাংলাকে অপদস্ত করা হয়েছিল
রাজ্য সভাপতি বলছেন জয় শ্রীরামের জন্য বন্দে ভারতে ঢিল ছোড়া হয়েছে আজ রেল স্পষ্ট করেছে এই ঘটনা বিহারের।
যে দলের রাজ্যসভাপতি এমন ফেক নিউজ ছড়ায় তাহলে সেই দলটার কী অবস্থা তা বোঝা যায়।
২০১৮ সালে যে সার্ভে হয়েছিল তাতে বাড়ি পায়নি
হঠাৎ ৩১ ডিসেম্বর জানানো হল ১ মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে সমীক্ষা করে ১৭ লক্ষ নাম বাদ দেওয়া হল।
এরপর বলা হল মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে বাড়ি।
৩৯ লক্ষের মধ্যে ১১ লক্ষ ৩৬ হাজার বাড়ির বরাদ্দ করা হল, ২৮ লক্ষ এখনও বকেয়া
বিরোধী দলের নেতা লোকজনকে বলছেন নাম আমায় দিন। এটা কোন আইনে বলা হচ্ছে
সুকান্ত বললেন, আবাস যোজনার জন্য বিডিও অফিসে ঢিল মারুন।
তাহলে কি আমরা সুকান্ত শুভেন্দুর বাড়িতে বাড়ি না পাওয়া লোকগুলিকে পাঠিয়ে দেব।
বাংলার মানুষের কি এটাই অপরাধ যে বিজেপির বিজয় রথ এখানে থেমে গেছে।
অভিষেক সংসদে প্রশ্ন করেন তাঁর উত্তরে কেন্দ্র জানায়, সারা দেশে যা টাকা বকেয়া রয়েছে তার ৫০ শতাংশ বাংলার
আবাস যোজনায় ১ টা অনিয়ম যদি লোকসমক্ষে দেখাতে পারেন নাম ঠিকানা ফোন নম্বর দিন।
৪৮ ঘন্টার মধ্যে প্রশাসন ব্যবস্থা নেবে। ক্ষমতা থাকলে নাম বলুন যেখানে অনিয়ম হয়েছে।
যদি অনিয়ম ঘটে তবে সর্বস্তরে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
২৮ লক্ষ বাড়ি যদি কেন্দ্র না দেয় তবে বাংলার মুখ্যমন্ত্রী এই বাড়ি করে দেবেন।
আমরা টাকা দেব আর নিয়ম নীতি ওরা করে দিচ্ছে।
১৭ লক্ষ শ্রমিক ১০০ দিনের কাজ করেছে অথচ টাকা পাচ্ছে না।
২০২২ সালের মধ্যে সকলের বাড়িতে ছাদ করে দেবেন বলেছিলেন মোদি, তাহলে ২০২৩ সালেও কেন ২৮ লক্ষ বকেয়া বাংলায়

শুভেন্দুকে তোপ
অবৈধ কাজ যে করে সে জানে, আর যে পাহারা দেয় সে জানে।
শুভেন্দু তো পুলিশ নন সাংবাদিক নন। তাহলে উনি কীভাবে জানেন অবৈধ কাজের বিষয়ে?
তাহলে তৃণমূলে থাকাকালীন উনি কি টাকা তুলতেন?
পূর্ব মেদিনীপুরে ৩২৫৯৯৭ জনের নাম এসেছিল আবাস যোজনায়, ১২৫৩৮৮ জনের নাম বাতিল অর্থাৎ ৪১.৪৩ শতাংশ।
সবচেয়ে বেশি বাতিল হয়েছে পূর্ব মেদিনীপুরে। কে ছিল ২০১৮ সালে ওখানকার নেতা।
অধিকারী বাড়ি যাত্রা হাউস। যাত্রা শিল্প ধুঁকছিল মমতা বাঁচিয়েছেন। এবার ওটা উঠে যাবে, আবার কালিঘাটে আসতে হবে।
ক্ষমতা থাকলে অভিষেকের সঙ্গে ডিবেট করুন শুভেন্দু।
বাবাকে শাহাজানের মতো ঘরে আটকে রাখে। একাধারে ও ঔরঙ্গজেব একাধারে মীরজাফর।
ইতিহাস সাক্ষী আছে শাস্তি হবেই।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...