Tuesday, May 13, 2025

কেন বকেয়া টাকা? ভগবানপুরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল

Date:

Share post:

সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে(Bhagbanpur) কেন্দ্রীয় পর্যবেক্ষক দল পাঠিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার(BJP Govt)। সেই দল আবাস যোজনার তদন্তে গিয়ে ভগবানপুরে প্রবল বিক্ষোভের মুখে পড়ল। ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনায়(Abas Yojna) টাকা এখনও কেন্দ্রের তরফ থেকে না মেলায় নিজেদের সমস্যার কথা তুলে ধরে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হয় প্রশাসনকে।

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের গাড়ি এসে পৌঁছতেই তাঁদের গাড়ি ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে পাল্টা প্রশ্ন তুললেন, কেন্দ্র সরকার রাজ্যের ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন? ভগবানপুর ১ নম্বর ব্লক বাংলা সহায়তা কেন্দ্রের সামনে পথ আটকান কয়েকশো মহিলা। এক বিক্ষোভকারী জানান, ১০০ দিনের কাজের তিন বছরের টাকা তাঁরা পাননি। কেন তিন বছর কাজ বন্ধ? এর জন্য মোদি সরকারই দায়ী। কেন্দ্রীয় এই দল আমাদের বঞ্চনার জবাব দিক। আরেক বিক্ষোভকারীর স্পষ্ট কথা, এটা কেন্দ্রের রাজনৈতিক উদ্দেশে করা। বারবার ভগবানপুরকেই টার্গেট করা হচ্ছে। এখানকার বাসিন্দারা কী দোষ করেছেন? ১০০ দিনের হকের টাকার বঞ্চনা নিয়ে যতক্ষণ না কেন্দ্রীয় প্রতিনিধিদল আশ্বাস দিচ্ছে, ততক্ষণ তাঁদের ছাড়া হবে না।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভগবানপুর থানার পুলিশ, বিডিও বিশ্বজিৎ মণ্ডল এবং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব মাইতি গ্রামবাসীদের অনুরোধ করেন, ওঁরা আবাস যোজনার তদন্তে এসেছেন, দয়া করে ওঁদের ছেড়ে দিন। গ্রামবাসীরা কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জানান, আপনারা ফিরে গিয়ে কেন্দ্রকে আমাদের এই বঞ্চনার কথা ভালো করে জানাবেন। আমাদের গরিব জীবনে ১০০ দিনের প্রকল্পের টাকা কতটা গুরুত্বপূর্ণ তা যেন ওঁরা অনুভব করেন। আমরা ভিক্ষে চাইছি না, অধিকার চাইছি।

spot_img

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...