Tuesday, August 26, 2025

ওড়িশার বিরুদ্ধে এগিয়ে থেকেও হার, ম‍্যাচ হেরে কী বললেন স্টিফেন?

Date:

Share post:

শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে এক গোলে এগিয়ে থেকেও ৩-১ গোলে হেরে যায় ইস্টবেঙ্গল এফসি। আর এই হারের পর হতাশ লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট‍্যান্টাইন। শুক্রবার ইস্টবেঙ্গলের পরবর্তী ম‍্যাচ। সেই ম‍্যাচে লাল-হলুদের মুখোমুখি জামশেদপুর এফসি। ১২ ম‍্যাচে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে কনস্ট‍্যাইন্টাইনের দল। তারপরের স্থানেই জামশেদপুর এফসি। শুক্রবার জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে নিজেদের ভুল নিতে চান লাল-হলুদ কোচ।

ওড়িশা ম‍্যাচের হারের পর কনস্ট‍্যাইন্টাইন বলেন,” কিছু ব্যক্তিগত ভুল হয়েছে। কর্নার থেকে গোল আটকাতে ব্যর্থ হয় নুঙ্গা। দ্বিতীয় গোলটা পুরো ফ্লুকে হয়েছে। বলটা ক্রস করতে গিয়ে গোলে ঢুকে যায়। ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে আমরা গোল পেয়েছিলাম, যেটা বাতিল করে দেওয়া হয়। টিভির লোকেদের কাছ থেকে শুনলাম, ওটা অফসাইড ছিল না। সারা মরশুমেই এরকম অনেক সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গিয়েছে। তবে এটা ঠিকই যে আমাদের কিছু ব্যক্তিগত ভুলের খেসারত দিতে হল।”

এই হারের ফলে প্রথম ছয়ের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়ল লাল-হলুদ দল। পরের ম্যাচে তাদের জামশেদপুরকে হারাতেই হবে। তাতেও সেরা ছয়ে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হবে না ইস্টবেঙ্গল এফসি। এই প্রসঙ্গে স্টিফেন বলেন, “আমি মরশুমের শুরুতেই বলেছিলাম, অলৌকিক কিছু না ঘটলে আমাদের সেরা ছয়ে থাকা কঠিন হবে। এখনও ব্যাপারটা সে রকমই। আরও ২৪ পয়েন্ট বাকি রয়েছে। অঙ্কের হিসেবে এখনও সেই সুযোগ রয়েছে। আমাদের প্রতি ম্যাচে লড়াই করতে হবে। পরের ম্যাচ আমাদের ঘরের মাঠে। সেই ম্যাচে আমাদের লক্ষ্য থাকবে তিন পয়েন্ট। আজ শুরুটা ভাল করেছিলাম। সেটা যদি বজায় রাখতে পারতাম, তা হলে হয়তো ভাল ফল হত। আসলে ভাগ্য আজ আমাদের সঙ্গ দেয়নি।”

ফের একাধিক গোলের সুযোগ তৈরি করেও নষ্ট। এই নিয়ে স্টিফেন বলেন, “দ্বিতীয়ার্ধে সুমিত পাসি গোটা দুয়েক গোলের সুযোগ পেয়েছে। কিন্তু ও অনেক দিন হল ফরোয়ার্ড হিসেবে খেলেনি। অঙ্কিতের গোলটা বাতিল করে দেওয়া হয়। ওকে মাঝমাঠে খেলাতে বাধ্য হই। কারণ, মহেশ আজ ভাল খেলতে পারেনি বলে ওকে তুলে নিই। অনিকেত যাদবকে নামাই, ওর সামনেও গোটা দুয়েক গোলের সুযোগ আসে। দলের কয়েকজন খেলোয়াড়কে ঠিকমতো পরখ করে দেখার সময়ও আমরা পাইনি।”

 

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...