Friday, November 28, 2025

ওড়িশার বিরুদ্ধে এগিয়ে থেকেও হার, ম‍্যাচ হেরে কী বললেন স্টিফেন?

Date:

Share post:

শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে এক গোলে এগিয়ে থেকেও ৩-১ গোলে হেরে যায় ইস্টবেঙ্গল এফসি। আর এই হারের পর হতাশ লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট‍্যান্টাইন। শুক্রবার ইস্টবেঙ্গলের পরবর্তী ম‍্যাচ। সেই ম‍্যাচে লাল-হলুদের মুখোমুখি জামশেদপুর এফসি। ১২ ম‍্যাচে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে কনস্ট‍্যাইন্টাইনের দল। তারপরের স্থানেই জামশেদপুর এফসি। শুক্রবার জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে নিজেদের ভুল নিতে চান লাল-হলুদ কোচ।

ওড়িশা ম‍্যাচের হারের পর কনস্ট‍্যাইন্টাইন বলেন,” কিছু ব্যক্তিগত ভুল হয়েছে। কর্নার থেকে গোল আটকাতে ব্যর্থ হয় নুঙ্গা। দ্বিতীয় গোলটা পুরো ফ্লুকে হয়েছে। বলটা ক্রস করতে গিয়ে গোলে ঢুকে যায়। ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে আমরা গোল পেয়েছিলাম, যেটা বাতিল করে দেওয়া হয়। টিভির লোকেদের কাছ থেকে শুনলাম, ওটা অফসাইড ছিল না। সারা মরশুমেই এরকম অনেক সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গিয়েছে। তবে এটা ঠিকই যে আমাদের কিছু ব্যক্তিগত ভুলের খেসারত দিতে হল।”

এই হারের ফলে প্রথম ছয়ের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়ল লাল-হলুদ দল। পরের ম্যাচে তাদের জামশেদপুরকে হারাতেই হবে। তাতেও সেরা ছয়ে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হবে না ইস্টবেঙ্গল এফসি। এই প্রসঙ্গে স্টিফেন বলেন, “আমি মরশুমের শুরুতেই বলেছিলাম, অলৌকিক কিছু না ঘটলে আমাদের সেরা ছয়ে থাকা কঠিন হবে। এখনও ব্যাপারটা সে রকমই। আরও ২৪ পয়েন্ট বাকি রয়েছে। অঙ্কের হিসেবে এখনও সেই সুযোগ রয়েছে। আমাদের প্রতি ম্যাচে লড়াই করতে হবে। পরের ম্যাচ আমাদের ঘরের মাঠে। সেই ম্যাচে আমাদের লক্ষ্য থাকবে তিন পয়েন্ট। আজ শুরুটা ভাল করেছিলাম। সেটা যদি বজায় রাখতে পারতাম, তা হলে হয়তো ভাল ফল হত। আসলে ভাগ্য আজ আমাদের সঙ্গ দেয়নি।”

ফের একাধিক গোলের সুযোগ তৈরি করেও নষ্ট। এই নিয়ে স্টিফেন বলেন, “দ্বিতীয়ার্ধে সুমিত পাসি গোটা দুয়েক গোলের সুযোগ পেয়েছে। কিন্তু ও অনেক দিন হল ফরোয়ার্ড হিসেবে খেলেনি। অঙ্কিতের গোলটা বাতিল করে দেওয়া হয়। ওকে মাঝমাঠে খেলাতে বাধ্য হই। কারণ, মহেশ আজ ভাল খেলতে পারেনি বলে ওকে তুলে নিই। অনিকেত যাদবকে নামাই, ওর সামনেও গোটা দুয়েক গোলের সুযোগ আসে। দলের কয়েকজন খেলোয়াড়কে ঠিকমতো পরখ করে দেখার সময়ও আমরা পাইনি।”

 

spot_img

Related articles

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...