Tuesday, November 11, 2025

বিষ মেশানোর আশঙ্কা! যোগীর পুলিশের চায়ের অফার ফেরালেন অখিলেশ

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় অশালীন এবং অবমাননাকর মন্তব্যের জের। রবিবার সকালেই গ্রেফতার করা হয় সমাজবাদী পার্টির মিডিয়া সেলের নেতা মনীশ জগন আগরওয়ালকে (Manish Jagan Agarwal)। ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে লখনউতে রাজ্য পুলিশের সদরে যান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। সেখানকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিশের চা খাওয়ানোর অনুরোধ প্রত্যাখান আশঙ্কা প্রকাশ করেন সমাজবাদী পার্টির প্রধান (Samajwadi Party Supremo)। এরপরই তিনি সাফ জানিয়ে দেন, আমরা এখানে চা খাব না। বাইরে থেকে চা নিয়ে এসে খাব। আপনাদের থেকে কাপ নেব? এখানে চা খাওয়া যাবে না! যদি আপনারা বিষ দিয়ে দেন!

উল্লেখ্য, দলীয় নেতার গ্রেফতারির প্রতিবাদে রবিবার লখনউতে (Lucknow) উত্তরপ্রদেশ পুলিশের (Uttar Pradesh Police) সদর দফতরের বাইরে বিক্ষেভ দেখান সমাজবাদী পার্টির কর্মী সমর্থকরা। দলের নেতাদের নিয়ে পুলিশের সঙ্গে দেখা করতে যান উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা অখিলেশ। অভিযোগ, সেখানে তাঁদের সঙ্গে দেখা করার জন্য পুলিশের কোনও কর্তাই হাজির ছিলেন না। এরই মধ্যে উপস্থিত পুলিশকর্মীরা অখিলেশ যাদবকে চা খাওয়ার অনুরোধ করেন। তবে সরাসরি সেই অনুরোধ প্রত্যাখান করেন সমাজবাদী পার্টির নেতা। বলেন, পুলিশ তাঁক বিষ দিলে কী হবে!

তবে এখানেই শেষ নয়, এদিন উপস্থিত পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে অখিলেশ ফের বলেন, পুলিশের উপর তাঁক কোনও ভরসা নেই। এরপরই সহযোগীকে ডেকে বাইরে থেকে চা আনার কথা বলেন সপা প্রধান। তবে এদিন সমাজবাদী পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে ঠিক কী কারণে দলের নেতা মনীশ জগন আগরওয়ালকে গ্রেফতার করা হয়েছে তা জানতেই রবিবার পুলিশের সঙ্গে দেখা করতে যান অখিলেশ সহ দলের নেতারা। দলের মিডিয়া সেলের (Media Cell) নেতাকে গ্রেফতার করে পুলিশ বিজেপির মুখপাত্র হিসাবে কাজ করেছে বলে অভিযোগ করেছেন সপা প্রধান অখিলেশ।

অন্যদিকে ঘটনার প্রতিবাদে অখিলেশ যাদবকে তীব্র আক্রমণ করেন বিজেপির আইটি সেলের কর্তা অমিত মালব্য (Amit Malviya)। টুইট করে তিনি লেখেন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা মর্যাদাহানিকারক। পাশাপাশি বিজেপির মুখপাত্র শাহজাদ পুণাওয়ালার (Shehzad Punawala) কটাক্ষ, এই অখিলেশ যাদবই বারাণসী বিস্ফোরণের অভিযুক্তদের মুক্ত করেছিলেন। এখন যাঁরা তাঁকে নিরাপত্তা দেন সেই পুলিশকেই বিশ্বাস করতে পারছেন না অখিলেশ!

 

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...