Sunday, January 11, 2026

চব্বিশ ঘণ্টা কাটল না! ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথর, চরম আতঙ্কে যাত্রীরা  

Date:

Share post:

চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের হামলার মুখে হাওড়া-এনজেপি (Howrah NJP) বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। সোমবারও বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগ উঠল। জানা গিয়েছে, এদিন সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ হুগলির (Hoogly) চন্দনপুল ও বর্ধমান (Burdwan) স্টেশনের মাঝামাঝি ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। সেমি হাই স্পিড ট্রেনটির (Semi High Speed Train) সি ফাইভ কামরাকে (C5 Coach) লক্ষ্য করেই ছোঁড়া হয় পাথর (Stone Pelting)। সেই ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। পাথর লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে জানলার কাঁচ।

এদিকে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ (CCTV Footage)। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। এদিকে ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্য়েই সোশাল মিডিয়ায় বন্দে ভারতে হামলার খবর ভাইরাল। ইতিমধ্যে নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশনে পৌঁছেছে ট্রেন। খতিয়ে দেখা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের ক্ষতিগ্রস্থ কোচটি।

এদিকে বন্দে ভারতে হামলার ঘটনায় তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, শুধু চারবার অনেক এর আগে অনেকবার বন্দে ভারতে হামলার ঘটনা ঘটেছে। এর আগে গুজরাট, উত্তরপ্রদেশ, বিহারে হামলার ঘটনা ঘটেছে। তবে এভাবে জাতীয় সম্পত্তি ধ্বংস করা জঘন্যতম কাজ। এর বিরুদ্ধে তদন্ত করা উচিত। কিন্তু মাথায় রাখতে হবে রেল, রেলের দফতর, রেলের সুরক্ষা সবটাই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। কেন্দ্রীয় সরকার রেলকে বেসরকারি করে দিতে পারছে, ভাড়া বাড়াতে পারছে, পদ অবলুপ্ত করে দিতে পারছে, এটা তাদের ব্যর্থতা।

রবিবারই হামলার মুখে পড়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। বিহারের বারসইতে (Barsoi) ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। জানা গিয়েছে, রবিবার বারসই স্টেশন ছাড়ার পরই ট্রেনে চলে পাথর হামলা। বন্দে ভারত এক্সপ্রেসের সি ১১ কামরাকে লক্ষ্য করে চলে পাথরবৃষ্টি। কামরার জানলায় চিড় ধরে। কিন্তু বারবার বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় রীতিমতো আতঙ্কিত যাত্রীরা। ট্রেনের এক যাত্রী জানান, রবিবার সন্ধ্যায় ট্রেন বারসই জংশন ছাড়ার পর বন্দে ভারতের সি ১১ কামরা লক্ষ্য করে পাথর ছোড়া হয়। স্বাভাবিকভাবেই পরের স্টেশন মালদায় এসে দাঁড়ায় সেমি হাই স্পিড ট্রেনটি। তখনই বিষয়টি ভালোভাবে নজরে আসে যাত্রীদের।

বাংলায় বন্দে ভারতের চাকা গড়াতে না গড়াতেই এই নিয়ে মাত্র ৯ দিনে চারবার হামলার ঘটনা ঘটল এই সেমি স্পিড ট্রেনে। দ্বিতীয়বার হামলার পর সতর্ক হয়ে এই হামলা ঠেকাতে একাধিক ব্যবস্থা নেয় রেল। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। রবিবারের পর ফের সোমবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় রেল কর্তৃপক্ষের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। রাজ্যে চলা প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে ঢিল ছোড়া নিয়ে রাজনৈতিক তরজা আগেই শুরু হয়েছিল। ঢিল পশ্চিমবঙ্গের (West Bengal) না বিহারের (Bihar)? তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। অবশেষে রেলের তরফ থেকে বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিও ফুটেজ প্রকাশিত হয়। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে কিষাণগঞ্জে রেলের উপর তিন চার জন কিশোর পাথর ছোড়ে। তাদের আটকও করে পুলিশ। এর আগে বিহার দিয়ে যাওয়ার সময় সেই রুটে পাথর ছোড়া হয় বলে অভিযোগ।

 

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...