Monday, August 25, 2025

কর্ণাটকে মোদির নিরাপত্তায় গলদ, নিরাপত্তা ভেঙে মালা পরানোর চেষ্টা

Date:

Share post:

ফের মোদির নিরাপত্তায় বড়সড় গলদ। এবার বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকে(Karnataka)। স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার জাতীয় যুব দিবসে কর্ণাটকের হুবলিতে রোড শো করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। রাস্তার দুপাশে তখন দাঁড়িয়ে ছিলেন অসংখ্য মানুষ। তখনই হঠাৎ হাতে মালা নিয়ে নিরাপত্তার বলয় ভেঙে ঢুকে পড়েন এক যুবক। তিনি গাড়ির কাছে প্রধানমন্ত্রীর(Prime Minister) গলায় মালা পরানোর চেষ্টা করেন। যদিও তাঁকে আটকে দেন প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী ওই যুবকের হাত থেকে মালাটি ছিনিয়ে নেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর জঙ্গি হামলার সম্ভাবনার একের পর এক গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসার পর নিরাপত্তা ব্যাপক বাড়ানো হয় প্রধানমন্ত্রীর। গত আগস্টে মোদির নিরাপত্তা বলয়ে যোগ দেয় দুটি ‘দেশি কুকুর’। ইতিমধ্যে ‘ক্যানাইন রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টার’ থেকে দু’টি কুকুরছানা নিয়ে গিয়েছে ‘স্পেশ্যাল প্রোটেকশান গ্রুপ’। দু’মাস বয়সের কুকুরছানাদের দ্রুত প্রশিক্ষণ শুরু হয়। যা মাস চারেক ধরে চলে। এসপিজি সূত্রে খবর, প্রশিক্ষণের শেষ ধাপ পেরলেই তাদের প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষার দায়িত্বে মোতায়েন করা হবে। তবে কড়া নিরাপত্তার ফাঁক গলে ফের মোদির গলায় মালা দেওয়ার মতো ঘটনায় স্বাভাবিকভাবেই বিস্মিত বিশেষজ্ঞ মহল।

অবশ্য প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির ঘটনা এই প্রথমবার নয়, বছর খানেক আগে পাঞ্জাব (Punjab) সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল। উড়ালপুলে ওঠার মুখে বিক্ষোভকারীরা রাস্তা আটকে দাঁড়িয়ে থাকায় প্রধানমন্ত্রীর কনভয় প্রায় ১৫ থেকে ২০ মিনিট আটকে পড়েছিল। পঞ্জাব সরকারের কাছ থেকে এই ঘটনার বিশদ রিপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্র। ঘটনার জল সুপ্রিম কোর্ট অবধি গড়ায়। সেই সময় পাঞ্জাবের কংগ্রেস সরকার রাজ্যের পুলিশ প্রধানকে পদ থেকে সরিয়ে দেয়। শীর্ষ আদালতে কেন্দ্র দাবি করে, ‘মোদির নিরাপত্তায় গলদ বিরলতম ঘটনা, লজ্জায় পড়তে পারে দেশ’।

spot_img

Related articles

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...