Thursday, August 28, 2025

সফর খরচ ২০ লক্ষ টাকা! বারাণসীতে দীর্ঘতম প্রমোদতরণী উদ্বোধন মোদির!

Date:

Share post:

লক্ষ্য ২৪-এর লোকসভা নির্বাচন! তার আগে শুক্রবার পৃথিবীর দীর্ঘতম রিভার ক্রুজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের বারাণসী থেকে যাত্রা শুরু করে এই ক্রুজ বাংলাদেশ হয়ে ৫১ দিনে পৌঁছে যাবে ডিব্রুগড়। ৩২০০ কিলোমিটার এই যাত্রাপথে এই প্রমোদতরী যেখানে নোঙর করবে, সেই সব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন যাত্রীরা। তবে বিলাসবহুল এই প্রমোদতরণীতে সফর খরচ শুনলে চোখ কপালে উঠবে!

আরও পড়ুন:মোদিকে ‘বিবেকানন্দের নবরূপ’ বলে তৃণমূলের তোপের মুখে সৌমিত্র খাঁ

বারাণসী থেকে বাংলাদেশ হয়ে এই প্রমোদতরণীতে সফরের জন্য মোট ৫১ দিন লাগবে। যার খরচ পড়বে ২০ লক্ষ টাকা। অর্থ্যাৎ দিনে ৫০ হাজার টাকা পড়বে সফর খরচ।প্রশ্ন হল, ভারতবর্ষের মত দেশে মোদি সরকারের এই বিলাসবহুল তরণীতে ওঠার সাধ থাকলেও সাধ্য ক’জনের আছে? ভারতের মত দেশে এই বিলাসবহুল প্রমোদতরণী কতদিন চালানো যাবে তা নিয়েও ইতিমধ্যেই সংশয় তৈরি হয়েছে নানা মহলে। ভোটের রাজনীতি করতে গিয়ে তাড়াহুড়ো করলেন না তো কেন্দ্রের বিজেপি সরকার?প্রশ্ন এখন রাজনৈতিক মহলে।

দীর্ঘতম রিভারক্রুজের প্রথম সফরে যাত্রী হচ্ছেন ৩২ জন বিদেশি পর্যটক। তাঁরা স্যুইজারল্যান্ড থেকে এসেছেন। বারণসীতে বিমানবন্দরে এদিন তাঁদের কপালে টিকা পরিয়ে, সানাই বাজিয়ে স্বাগত জানানো হয়।ক্রুজ ডিরেক্টর জানিয়েছেন, এই ভাসমান পাঁচতারা হোটেলে রয়েছে ১৮ টি স্যুইট। তাতে ৩৬ জন পর্যটক থাকতে পারেন। সেই সঙ্গে ক্রুজে থাকতে পারেন ৪০ জন ক্রু। ৬২ মিটার দীর্ঘ ও ১২ মিটার চওড়া এই ক্রুজ চলার জন্য ১.৪ মিটার নাব্যতা থাকা দরকার।

জানা গেছে, মোট ২৭ টি নদীপথ দিয়ে যাবে এই রিভার ক্রুজ। সেই সঙ্গে ছুঁয়ে যাবে অন্তত ৫০ টি দর্শনীয় স্থান। বিহারের পাটনা, ঝাড়খণ্ডের শাহীগঞ্জ, কলকাতা, ঢাকা, গুয়াহাটি  যাবে।  খাওয়ার ব্যবস্থা ছাড়াও স্পা, স্যালন, জিম ইত্যাদি একাধিক সুব্যবস্থা রয়েছে তরণীতে।

এদিন রিভার ক্রুজের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের সংজ্ঞা শুধু কথায় প্রকাশ করা যায় না। তাকে হদয় দিয়ে অনুভব করতে হবে। ভারত সবার জন্য সেই দরজা খুলে দিয়েছে। এই সফর ভারতে পর্যটনে এক নতুন দিগন্ত খুলে দেবে।

 

spot_img

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...