Friday, November 7, 2025

Tamilnadu: সরকার-রাজ্যপাল সংঘাত চরমে, রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি স্ট্যালিনের

Date:

Share post:

রাজ্য ও রাজ্যপাল সংঘাত এবার চরম আকার নিল দক্ষিনের রাজ্য তামিলনাড়ুতে(Tamilnadu)। সংঘাত এতটাই গুরুতর যে পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রপতি(President) দ্রৌপদী মুর্মুর(Draupadi Murmu) হতক্ষেপ চাইলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন(MK Stalin)। বৃহস্পতিবার রাজ্যপালের(Govornor) বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন ডিএমকে(DMK) প্রতিনিধি দল। যেখানে ছিলেন সাংসদ টিআর বালু, বিলসন, এনআর এলেঙ্গি, তামিলনাড়ুর আইনমন্ত্রী এস রঘুপতিরা। রাষ্ট্রপতি সাক্ষাতে তাঁর হাতে একটি মুখবন্ধ খাম তুলে দেওয়া হয়।

তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবির সঙ্গে নানান ইস্যুতে রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে সরকারের। রাজ্যপাল যাতে বিধানসভায় নেওয়া সিদ্ধান্তগুলিকে সম্মান করেন তার জন্য রাষ্ট্রপতির কাছে দরবার করে ডিএমকের প্রতিনিধি দল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের লেখা চিঠিও তুলে দেওয়া হয় রাষ্ট্রপতির হাতে। জানা গিয়েছে, এই চিঠিতে ৯ জানুয়ারির ঘটনার উল্লেখ করা হয়েছে সরকারের তরফে। যেখানে বিধানসভায় সরকারের তৈরি করা ভাষণ মাঝপথে থামিয়ে দেন রাজ্যপাল। চিঠিতে স্ট্যালিন অভিযোগ করেছেন, এই ধরনের আচরণ বিধানসভার ঐতিহ্যের বিরোধী। চিঠিতে রাষ্ট্রপতিকে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যপালকে সর্বদা রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত। কিন্তু রাজ্যপাল রবি রাজ্য সরকারের সঙ্গে রীতিমতো রাজনৈতিক আদর্শগত লড়াই শুরু করেছেন। যা সম্পূর্ণরূপে সংবিধান পরিপন্থী।

স্ট্যালিন অভিযোগ করেলেন, রাজ্যপাল রবি তামিল জনগণের সংস্কৃতি, সাহিত্য এবং ন্যায়সঙ্গত রাজনীতির বিরুদ্ধে। তিনি তামিলনাড়ুতে দ্রাবিড় নীতি, সাম্য, সামাজিক ন্যায়বিচার এবং যুক্তিবাদী চিন্তাভাবনার মতো ধারণা গ্রহণ করতে পারেন না। তিনি অভিযোগ করেন, রাজ্যপাল প্রকাস্য সভায় তামিল সংস্কৃতি, সাহিত্য এবং সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছিলেন এবং ৯ জানুয়ারির ঘটনা এটিরই একটি সম্প্রসারণ। অথচ আমাদের সংবিধানের 163(1) অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যপালকে অবশ্যই মন্ত্রী পরিষদের সুপারিশ অনুসরণ করতে হবে।

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...