Thursday, December 25, 2025

এক গোলে এগিয়ে থেকেও জামশেদপুরের কাছে ২-১ গোলে হারল ইস্টবেঙ্গল

Date:

Share post:

এক গোলে এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গল এফসির। ইস্টবেঙ্গলে আঁধার কাটছে না। জামশেদপুরকে হারিয়ে প্রথম ছয়ে থাকার আশা বাঁচিয়ে রাখতে চেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু এগিয়ে থেকেও আরও একবার লজ্জার হারে নিভল মশাল। ক্লেটন সিলভার গোলে এগিয়ে থেকে ২-১ গোলে হার লাল-হলুদের। দ্বিতীয়ার্ধে বারবার গোল হজম করে ম্যাচ থেকে হারিয়ে যাওয়ার অভ্যাস লিগের মাঝপথে এসেও বদলাতে পারল না স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। জামশেদপুরকে অ্যাওয়ে ম্যাচে হারিয়ে এসেছিল ইস্টবেঙ্গল। কিন্তু কলকাতায় এসে মধুর প্রতিশোধ নিয়েই ফিরছে এডি বুথরয়েডের দল। শেষ মুহূর্তে গোল করে জামশেদপুরকে জিতিয়ে দিলেন আসানসোলের বঙ্গসন্তান ঋত্বিক দাস। তাদের অপর গোলটি করেন হ্যারি সয়ের। এবারে লিগে অন্তত ন’টি ক্ষেত্রে জয়ের জায়গায় থেকে ম্যাচ হাতছাড়া করল ইস্টবেঙ্গল। চাপ আরও বাড়ল কোচ স্টিফেনের উপর। ১২ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল নামল লিগে ৯ নম্বরে। ১০ নম্বরে জামশেদপুর।

ইস্টবেঙ্গলের হয়ে চলতি মরশুমে যেটুকু ভরসা দিচ্ছেন সেই ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা। নিয়মিত গোল করে দলকে লড়াইয়ে রাখছেন। এদিনও তা করলেন। ম্যাচের ১২ মিনিটে ক্লেটনের গোলেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। অ্যালেক্স লিমার পাস থেকে গোলমুখী আক্রমণ ক্লেটনের পায়ে ফিনিশ। কিন্তু এই গোলও ধরে রাখতে পারেনি লাল-হলুদ। মাঝমাঠে বল ধরে খেলার লোক নেই। রক্ষণ কমজোরি। উইং প্লে নেই। তাই আক্রমণও দানা বাঁধে না। ফলে ম্যাচের পর ম্যাচ শুরুতে উজ্জীবিত ফুটবল খেললেও সময় যত গড়ায়, ম্যাচ থেকে হারিয়ে যায় কনস্ট্যান্টাইনের দল। যুবভারতীতে ঘরের মাঠেও এদিন সেই চেনা ছবি লাল-হলুদের খেলায়। ইস্টবেঙ্গল রক্ষণের ব্যর্থতায় দু’টি গোল জামশেদপুরের। ৬১ মিনিটে সয়ারের গোলে সমতা ফেরায় তারা। ৮৫ মিনিটে রক্ষণে জেরি, সার্থক গলুইদের ভুলে জয়সূচক গোলটি করে যান ঋত্বিক। ম্যাচের সেরাও হলেন বঙ্গসন্তান।

spot_img

Related articles

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন...

কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) উন্মত্ত জনতার রোষে আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। বুধবার...

পার্ক স্ট্রিটকে টক্কর দিঘার! বড়দিনে আলো আর লেজার শো-তে জমজমাট সৈকত শহর

বড়দিন মানেই আনন্দ। পার্ক স্ট্রিটের (Park Street) আলোকসজ্জা। পিকনিক। চিড়িয়াখানায় হুল্লোড়। তবে এবার তিলোত্তমাকে (Kolkata) রীতিমতো টক্কর দিচ্ছে...

বাংলাদেশে ফিরল তারেক-কন্যার পোষ্য ‘জেবু’

প্রায় ১৭ বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে নিজের বাংলাদেশে (Bangladesh) ফিরেছেন BBP চেয়ারম্যান তারেক রহমান (Tarek Rahman)। তারেকের...