Wednesday, August 27, 2025

মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে তৃণমূল বিধায়ক জাকির হোসেন বললেন “সাহস পেলাম”

Date:

Share post:

আজ, সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে গিয়ে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি ও দফতরে আয়কর হানার প্রসঙ্গ টেনে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জাকির বিড়ি শিল্পপতি। যদি দোষ থাকে, অন্যায় করে থাকে তাহলে তুমি নিশ্চয়ই তার বিরুদ্ধে আইনত তার ব্যবস্থা করবে। কিন্তু জাকির শুধুমাত্র তৃণমূল করে বলে, তাঁর যে ৩০ হাজার বিড়ি কর্মী আছে, সেটা তো তোমার চোখে পড়ে না। তাদের মাইনে কি ব্যাঙ্কে দেবে, ক’টা বিড়ি শ্রমিকের ব্যাঙ্কে একাউন্ট আছে, চাষীদের টাকা দেবে, ক’টা চাষীর ব্যাঙ্কে একাউন্ট আছে?” আর মুখ্যমন্ত্রী এমন মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন বললেন “সাহস পেলাম”!

তৃণমূল বিধায়কের কথায়, “মুখ্যমন্ত্রী এমন মন্তব্যে সাহস পেলাম। তিনি সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস দেন, পাশে থাকেন। আমরা চাইব, যাঁরা করুন না কেন, যেভাবেই করুন না কেন, এত লোকের রুজি-রোজগার আছে, সেখানে হানা না দিয়ে চিঠি দিয়ে ডাকুক।”

জাকিরের আরও সংযোজন, “আমি কোনও অন্যায় করিনি। মুখ্যমন্ত্রী বাংলার মা আমার পাশে দাঁড়িয়েছেন। ৫০ হাজারের উপর আমার বিড়ি শ্রমিক আছে। আমরা সবসময় সরকারি আইন মেনে কাজ করি। গত ২৩ বছর ধরে মুর্শিদাবাদ জেলার নিরিখে সবচেয়ে বেশি অঙ্কের করদাতা’। শুধু ব্যবসা নয়, সামাজিক কাজকর্মের দিক থেকে সুনাম আছে জাকিরের। তাঁর দাবি, “আমরা সবসময়ই জনসেবা করেছি। মানুষের পাশে দাঁড়িয়েছি। মানুষের পাশে ছিলাম, আজও আছি। মুখ্যমন্ত্রী সেটা জানেন, সেকারণেই পাশে আছেন”।

উল্লেখ্য, সম্প্রতি আয়কর দফতরের নজরে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। মুর্শিদাবাদে তাঁর বাড়ি, বিড়ি কারখানা ও চালকলে দীর্ঘ তল্লাশি করেছেন আয়কর দফতরের আধিকারিকরা। শুধু তাই নয়, জাকিরকে তলব করেছে আয়কর দফতর। এ প্রসঙ্গে জাকির জানান, যখন সময় আসবে, তখন তিনি অবশ্যই যাবেন।

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...