Saturday, August 23, 2025

আদালত চত্বরে কোনও প্রতিবাদ-বিক্ষোভ নয়, নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

যতদিন না পর্যন্ত মামলার নিস্পত্তি হচ্ছে ততদিন আদালত চত্বরে (On the court premises)কোনও বিক্ষোভ , প্রতিবাদ করা যাবে না। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বৃহত্তর বেঞ্চে বিচারপতি রাজাশেখর মান্থার (Rajashekhar Mantha) আদালত অবমাননার রুল (Rule of Contempt of Court) সংক্রান্ত মামলাটি শুনানির জন্য ওঠে। মান্থার (Rajashekhar Mantha) বিরুদ্ধে পোস্টার নিয়ে একাধিক প্রশ্ন তোলে বেঞ্চ। সেখানেই এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় হাই কোর্টের তিন বিচারপতির বেঞ্চ (A bench of three judges)। পাশাপাশি বলা হয়েছে আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জমা দিতে হবে। এই বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার (Police Commissioner), এসিপি (ACP), এবং লেক থানার (Lake Police Station)ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে । এখানেই শেষ নয়, কারা বিচারপতির বাড়িতে পোস্টার ফেলল আগামী ২ সপ্তাহের রাজ্য পুলিশকে সেই সম্পর্কিত তথ্য দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এর আগেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা এজলাস বয়কটের (Justice Rajasekhar Mantha Boycott) ঘটনায় কড়া অবস্থান নিয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া (Bar Council Of India)। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রবিবার কলকাতায় এসে পৌঁছন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তিন সদস্যের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার আদালতে বলা হয়েছে যে এই মামলায় আইনজীবীদের তিনটি সংগঠনকেই যুক্ত করতে হবে। পাশাপাশি কারা পোস্টার ছাপিয়েছিল এবং কারা সেই পোস্টার লাগিয়েছিল সেই সংক্রান্ত পর্যবেক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে। সম্প্রতি হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে যে ভাবে হাই কোর্টে পোস্টার ফেলা হয়েছিল,আইনজগতের বহু বিশিষ্টরাই এই ঘটনার সমালোচনা করেছিলেন। মঙ্গলবার হাই কোর্টের তিন বিচারপতির বেঞ্চের তরফে বলা হয় কোর্ট চত্বরে তিন জন আইনজীবীকে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে। যেটা কোনও ভাবেই কাঙ্খিত নয়। সবার আগে এটাই মাথায় রাখা দরকার। পাশাপাশি এই প্রসঙ্গেই কলকাতার পুলিশ কমিশনারকে বৃহত্তর বেঞ্চ নির্দেশ দেয়, কার নির্দেশে কে বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার দিয়েছে, তা তদন্ত করে বার করতে হবে। দেখতে হবে কোথায় সেই পোস্টার ছাপা হয়েছে? যে পেন ড্রাইভ জমা দেওয়া হয়েছে তার সপক্ষে সঠিক প্রমাণ দিতে পারলে সবাই সেটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্যতা পাবে। আর যতদিন এই মামলা চলবে ততদিন আদালত সংলগ্ন কোথাও কোনও ধরণের, বিক্ষোভ, সমাবেশ, মিছিল করা যাবে না। স্লোগান দেওয়া বা ব্যানার ফেস্টুন লাগানর ক্ষেত্রেই কড়া পদক্ষেপ কড়া হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...